১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুকুরের তাড়া খেয়ে তিনতলা থেকে লাফ, হাসপাতালে টানা তিনদিন লড়াইয়ে মৃত্যু ডেলিভারি বয়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: খাবার দিতে এসে মর্মান্তিক মৃত্যু ডেলিভারি বয়ের। আর পাঁচটা দিনের মতোই কাজ শুরু করেছিলেন মহম্মদ রিজওয়ান। গ্রাহকের অর্ডার মতো খাবার দিতে এসেছিলেন তিনি। কলিং বেল বাজাতেই তার দিকে তেড়ে আসে গ্রাহকের পোষা জার্মান শেপার্ড। প্রাণ বাঁচাতে তিন তলার ওপর থেকে লাফ দেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি রিজওয়ানকে। মুম্বইয়ের বানজারা হিলসের লুম্বিনি রকস আবাসনের ঘটনা। কে শোভনা সুইগিতে খাবার অর্ডার করেছিলেন। সেই অর্ডার পৌঁছে দিতেই কথামতো গ্রাহকের বাড়ির সামনে। তাকে তিনতলায় উঠে আসার কথা বলা হয়। সেইমতো রিজওয়ান উপরে উঠে যান গ্রাহকের কাছে। কলিং বাজাতেই তার দিকে তেড়ে আসে পোষা জার্মান শেপার্ড।

ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে সুইগির ডেলিভারি বয়কে। ভয়ে পালাতে গিয়ে সামনেই তিনতলার একটি খোলা জালনা থেকে ঝাঁপ দেন নীচে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণ বাঁচাতেই তিনতলা থেকে ঝাঁপ মারেন ২৩ বছরের রিজওয়ান। রক্তাক্ত অবস্থায় রিজওয়ানকে উদ্ধার করে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর হাসপাতালেই মৃত্যু হয় রিজওয়ানের। কুকুর মালিক শোভনার  বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের আক্রমণের একাধিক ঘটনার কথা  প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গুজরাতের সুরতে এক বালিকার মুখে কামড়ে গালের  মাংস ছিঁড়ে নেয় একটি পথকুকুর। এর আগে, নয়ডার আবাসনে কুকুরের কামড়ে ১ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লিফ্‌টের মধ্যে  শিশুকে কামড়েছিল এক পোষ্য কুকুর। বিহারে কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুকুরের তাড়া খেয়ে তিনতলা থেকে লাফ, হাসপাতালে টানা তিনদিন লড়াইয়ে মৃত্যু ডেলিভারি বয়ের

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: খাবার দিতে এসে মর্মান্তিক মৃত্যু ডেলিভারি বয়ের। আর পাঁচটা দিনের মতোই কাজ শুরু করেছিলেন মহম্মদ রিজওয়ান। গ্রাহকের অর্ডার মতো খাবার দিতে এসেছিলেন তিনি। কলিং বেল বাজাতেই তার দিকে তেড়ে আসে গ্রাহকের পোষা জার্মান শেপার্ড। প্রাণ বাঁচাতে তিন তলার ওপর থেকে লাফ দেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি রিজওয়ানকে। মুম্বইয়ের বানজারা হিলসের লুম্বিনি রকস আবাসনের ঘটনা। কে শোভনা সুইগিতে খাবার অর্ডার করেছিলেন। সেই অর্ডার পৌঁছে দিতেই কথামতো গ্রাহকের বাড়ির সামনে। তাকে তিনতলায় উঠে আসার কথা বলা হয়। সেইমতো রিজওয়ান উপরে উঠে যান গ্রাহকের কাছে। কলিং বাজাতেই তার দিকে তেড়ে আসে পোষা জার্মান শেপার্ড।

ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে সুইগির ডেলিভারি বয়কে। ভয়ে পালাতে গিয়ে সামনেই তিনতলার একটি খোলা জালনা থেকে ঝাঁপ দেন নীচে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণ বাঁচাতেই তিনতলা থেকে ঝাঁপ মারেন ২৩ বছরের রিজওয়ান। রক্তাক্ত অবস্থায় রিজওয়ানকে উদ্ধার করে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর হাসপাতালেই মৃত্যু হয় রিজওয়ানের। কুকুর মালিক শোভনার  বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের আক্রমণের একাধিক ঘটনার কথা  প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গুজরাতের সুরতে এক বালিকার মুখে কামড়ে গালের  মাংস ছিঁড়ে নেয় একটি পথকুকুর। এর আগে, নয়ডার আবাসনে কুকুরের কামড়ে ১ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লিফ্‌টের মধ্যে  শিশুকে কামড়েছিল এক পোষ্য কুকুর। বিহারে কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।