ডুয়ার্সে চিতার হামলায় গুরুতর আহত মহিলা চা শ্রমিক

- আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
- / 14
শুভজিৎ দেবনাথত, ডুয়ার্স: ডুয়ার্সে চিতার হামলায় গুরুতর আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেটিলি ব্লকের ইংডং চা বাগানে।
সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ আম্বা চপল লাইনের বাসিন্দা মিনা মুন্ডা (৩৪) নামে ওই মহিলা অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাগানের বি-৭ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন। সেসময় আচমকাই একটি চিতা ঝোপের থেকে মিনাদেবীর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতে কামড় বসিয়ে দেয়। আতঙ্কের অন্যান্য শ্রমিকরা চিৎকার শুরু করলে চিতাবাঘটি জঙ্গলে পালিয়ে যায়।
এরপর চা-বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাকে ঘটনাস্থল থেক উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঘটনা প্রসঙ্গে ইংডং চা-বাগানের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট ম্যানেজার রজত দেব বলেন, চিতার আক্রমণে একজন মহিলা চা শ্রমিক আহত হয়েছেন। কয়েকদিন আগে এই চা-বাগানে চিতা ধরা পড়েছে। অনেক চিতা এখনও রয়েছে আজকের ঘটনা তা প্রমাণ করে। আমরা চাই বনদফতর দ্রুত খাঁচা পাতার ব্যবস্থা করুক।
বনদফতর সূত্রে খবর, আহত মহিলার চিকিৎসার খরচ বনদফতর বহন করবে।