সাতসকালে টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন
- আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্ক:সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ড টালিগঞ্জের কুঁদ ঘাটের কাছে একটি গুদামে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের মোট ১৫ টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ প্রযোজনা সংস্থার ওই গুদামে আগুন লাগে বলে খবর। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগপেতে হচ্ছে দমকলকর্মীদের।
আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলের আশেরপাশের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার বেশ কিছুটা সময় পর এসেছে দমকল। গুদামটিতে অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা ছিলনা বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের।
.