ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার! এক ওষুধেই নিরাময়, ‘মিরাক্যাল ড্রাগ’ আখ্যা বিশেষজ্ঞদের

- আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসে এই প্রথমবার ক্যানসার নির্মূলে যুগান্তকারী আবিষ্কার। এক ওষুধেই নির্মূল হবে ক্যানসার। এমনই দাবি মার্কিন বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ১৮ জন মলদ্বারে ক্যানসার আক্রান্ত রোগীর ওপর এই ওষুধের পরীক্ষা করা হয়েছে। আর রেজাল্ট আশার আলো দেখিয়েছে। ছয়মাস ধরে এই রোগীদের ওপরে গবেষণা চালানো হয়। গবেষকদের দাবি, অভাবনীয় রেজাল্ট পাওয়া গেছে। ক্যানসার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে।
বিশেষজ্ঞরা এই ওষুধকে ‘মিরাক্যাল ড্রাগ’ বলে উল্লেখ করেছেন। এই ওষুধ আগামীদিনে আশার আলো দেখাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ১৮ জন ক্যানসার আক্রান্ত রোগীর ওপরে ডস্টারলিম্যাব নামক একটি ড্রাগ প্রয়োগ করা হয়। ছয়মাস এই ওষুধ সেবনের পরেই দেখা যায়, তাদের শরীরে থাকা টিউমারটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ডস্টারলিম্যাব হল গবেষণাগারে উৎপাদিত একটি ড্রাগ, যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। মলদ্বারে ক্যানসার আক্রান্ত ১৮ জন রোগীদের সকলকে এই ড্রাগ দেওয়া হয়। এর পর অভূতপূর্ব রেজাল্ট দেখা যায়। এই সমস্ত রোগীদের এন্ডোস্কোপি, পজিট্রন নির্গমন টমোগ্রাফি বা পিইটি স্ক্যান বা এমআরআই স্ক্যান দ্বারা শারীরিক পরীক্ষা করা হয়, যেখানে দেখা গেছে টিউমার অদৃশ্য হয়ে গেছে।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ডা. লুইস এ. ডিয়াজ জে বলেন, ক্যানসার নির্মূলে এই ড্রাগ একটি যুগান্তকারী আবিষ্কার। ইতিহাসে এই প্রথম এই অভাবনীয় রেজাল্ট পাওয়া গেল। নিউ ইয়র্ক প্রতিবেদন অনুসারে, ক্যানসার নির্মূলের জন্য রোগীদের বহু শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি, রেডিয়েশন, অস্ত্রোপচার। পরে পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রস্রাব, অন্ত্রজনিত সমস্যা থেকে ও যৌনক্ষমতা হারানোর মতোও অসুবিধার সম্মুক্ষীণ হতে হয় রোগীকে। এই ১৮ জন রোগীকেও এই কষ্টকর চিকিৎসার মধ্য দিতে যেতে হত। কিন্তু আশ্চর্য্যের বিষয়, এই ঐতিহাসিক ওষুধের ব্যবহারের ফলে রোগীদের আর অন্য কোনও চিকিৎসার প্রয়োজন হবে না।
ক্যানসারের এই ওষুধ চিকিৎসাজগতে একটি যুগান্তকারী আবিষ্কার বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ তথ্য গবেষণার অন্যতম গবেষক ডঃ অ্যালান পি ভেনুক। রোগীদের ওপরে এই ড্রাগের ট্রায়াল তাদের ওপরে আর কোনও শারীরিক সমস্যা তৈরি করেনি। তবে আরও ট্রায়ালের প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক ডঃ অ্যালান পি ভেনুক।
ক্যানসার বিশেষজ্ঞদের কথায়, এই চিকিৎসা আশার আলো দেখিয়েছে, নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তবে এটি সমস্ত ক্যানসার রোগীদের ওপরে আশাপ্রদ সুফল দেবে কিনা তা জানার জন্য আরও বড় মাত্রায় ট্রায়ালের প্রয়োজন আছে।