দেশের উন্নতির জন্য অনেক আম্বানি-আদানি প্রয়োজন; অমিতাভ কান্ত

- আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: দেশকে যখন মোদির শিল্পপতি বন্ধুদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে, তখন শিল্পপতিদের তুমুল প্রশংসা করলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও এবং জি-২০ সম্মেলন আয়োজনে ভারতের শেরপা অমিতাভ কান্ত।
এ দিন তিনি বলেন, একজন মুকেশ আম্বানি ও গৌতম আদানি অনেক কিছু করতে পারবেন না। তবে দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য তাদের মতো ব্যবসায়ীর প্রয়োজন আছে।
১০ হাজার আম্বানি ও ২০ হাজার আদানি লাগবে বলে তিনি মন্তব্য করেন। তারাই নাকি দেশকে উন্নত করতে সাহায্য করবে বলে তিনি এ দিন জানান। আর এজন্য জি ২০ সামিটকে কাজে লাগাতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
প্রসঙ্গত, এ বছরের ১ ডিসেম্বর থেকে একবছরের জন্য জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে ভারত। আগামী বছর দেশে যে জি ২০ সামিট হবে তার সমস্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন ‘শেরপা’ অমিতাভ কান্ত। সউদি আরব, তুরস্ক, আমেরিকা-সহ ইউরোপের বেশকিছু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ এই গ্রুপের সদস্য।