০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 3

পুবের কলম প্রতিবেদক: শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ শহরতলি। আর সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মী। জানা গিয়েছে, এ দিন সকালে ডিউটি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় শিকার হন কলকাতা পুলিশের এক কনস্টেবল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য চিকিৎসকরা সেই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে যে ঘাতক লরির ধাক্কায় কনস্টেবল মারা গিয়েছেন, সেই লরিটিকে পুলিশ আটক করেছে। তবে তার চালক ও খালাসী পলাতক। কলকাতা পুলিশ তাদের অনুসন্ধান শুরু করেছে।

জানা গিয়েছে, শনিবার সকালে ঠাকুরপুকুর থানার কর্মরত কলকাতা পুলিশের কনস্টেবল শিশির মণ্ডলকে বেহালা চৌরাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি থানা থেকে বাইকে চেপে রওনা দেন। কিন্তু থানার সামনে বাইক ঘোরাবার সময়েই ডায়মন্ড হারবার রোড ধরে একটি বালি বোঝাই লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শিশির মণ্ডল। তাঁর মাথায় আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা শিশিরবাবুকে  মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর বাড়ি বেহালা এলাকাতেই। মৃতের পরিবার ও সহকর্মীরা শোকাহত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ শহরতলি। আর সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মী। জানা গিয়েছে, এ দিন সকালে ডিউটি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় শিকার হন কলকাতা পুলিশের এক কনস্টেবল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য চিকিৎসকরা সেই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে যে ঘাতক লরির ধাক্কায় কনস্টেবল মারা গিয়েছেন, সেই লরিটিকে পুলিশ আটক করেছে। তবে তার চালক ও খালাসী পলাতক। কলকাতা পুলিশ তাদের অনুসন্ধান শুরু করেছে।

জানা গিয়েছে, শনিবার সকালে ঠাকুরপুকুর থানার কর্মরত কলকাতা পুলিশের কনস্টেবল শিশির মণ্ডলকে বেহালা চৌরাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি থানা থেকে বাইকে চেপে রওনা দেন। কিন্তু থানার সামনে বাইক ঘোরাবার সময়েই ডায়মন্ড হারবার রোড ধরে একটি বালি বোঝাই লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শিশির মণ্ডল। তাঁর মাথায় আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা শিশিরবাবুকে  মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর বাড়ি বেহালা এলাকাতেই। মৃতের পরিবার ও সহকর্মীরা শোকাহত।