A. R. Rahman অসুস্থ হতেই সায়রা কী বার্তা দিলেন?

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
A. R. Rahman অসুস্থ হতেই সায়রা কী বার্তা দিলেন?

মুম্বই: রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় এ আর রহমানকে (A. R. Rahman)। যদিও কিছু পরীক্ষানিরীক্ষা করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। রহমানের ছেলে তাঁর শরীরিক অবস্থার কথা জানিয়েছেন। এমন সময় তাঁদের পরিবারের পাশে যাঁরা থেকেছেন তাঁদের কৃতজ্ঞতাও জানিয়েছেন। এছাড়া রহমানের ম্যানেজারও জানিয়েছেন তিনি বাড়ি ফিরে এসেছেন। এখন সুস্থ আছেন। ভক্তদেরও দুঃশ্চিন্তা করতে বারণ করেছেন।

আরও পড়ুন: R G Kar মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, কী সেই নির্দেশ?

এর মাঝেই রহমানের সুস্থতা কমনা করলেন স্ত্রী সায়রা বানু। সেই সঙ্গে আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন, তাঁকে যেন কেউ রহমানের প্রাক্তন স্ত্রী সম্বোধন না করেন। এখনও তাঁরা আইনত স্বামী-স্ত্রী। রবিবার সকালে রহমানের (A. R. Rahman) অসুস্থতার খবর পেয়ে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন। সেখানে সায়রা বলেছেন, ‘আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আমি ওর অসুস্থতার খবর পেয়েছি। শুনলাম রহমানের (A. R. Rahman) বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অ্যাঞ্জিওগ্রাফিও করা হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আশা করি সব ভাল হবে। তবে আমি একটা কথা বলতে চাই, এখনও আমাদের ডিভোর্স হয়নি। দয়া করে প্রাক্তন স্ত্রী সম্বোধন করবেন না। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভাল নেই। আমি চাই না এর প্রভাব ওর উপর পড়ুক, কোনও ধরনের বাড়তি চিন্তা চাপুক ওর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওর যত্ন নিতে, যাতে উনি যথাসম্ভব চাপমুক্ত থাকেন।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder