তাপপ্রবাহে লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড

- আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেন ও ইউরোপে রেকর্ড মাত্রায় তাপপ্রবাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাগুলিতে কয়েক ডজন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার ফাইটাররা। প্রকাশিত ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এক বিবৃতিতে দমকল বিভাগ জানায়, ফায়ার ফাইটাররা কমিউনিটির প্রয়োজনীয়তা মেটাতে কাজ করছে। মঙ্গলবার ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার জেরে সর্বকালের রেকর্ড ভেঙে যায়। প্রথমবারের মতো দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। লন্ডনের মেয়র সাদিক খান টু্ইটারে লিখেছেন, ‘লন্ডনের ফায়ার ব্রিগেড প্রচণ্ড চাপে রয়েছে। নিরাপদ থাকুন।’