১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে কতগুলি সংগঠন নিষিদ্ধ ? রাজ্যসভায় উত্তর দিল কেন্দ্র

মাসুদ আলি
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের মোট ৪২টি জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সঙ্গে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী মোট ৩১ জন জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। ৪২টি জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গি সংগঠন। এর পাশাপাশি ১৩টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে বেআইনি কার্যকলাপে সহযোগিতা করার জন্য। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থাগুলিকে এই নিষিদ্ধ সংগঠন এবং ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।
নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তালিকায় প্রথমে নাম রয়েছে, বব্বর খালসা ইন্টারন্যাশনাল।

এই গোষ্ঠীটি একটি খালিস্তানপন্থী জঙ্গি সংস্থা। এই সংস্থার প্রধান লক্ষ্য শিখ ধর্মালম্বীদের জন্য স্বতন্ত্র খালিস্তান তৈরি করা। এই তালিকায় রয়েছে খালিস্তান কমান্ডো ফোর্স, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন, খালিস্তান লিবারেশন ফোর্স-এর নামও।

এ ছাড়াও জঙ্গি সংগঠন হিসেবে রাষ্ট্রপুঞ্জ দ্বারা চিহ্নিত এবং তালিকাভুক্ত সংগঠনগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ইসলামিক স্টেটের সমস্ত জঙ্গিগোষ্ঠীও।
যে জঙ্গি সংগঠকে নিষিদ্ধ করা হল তার তালিকা
১।ব্বর খালসা ইন্টারন্যাশনাল
২। খালিস্থান কমান্ডো ফোর্স
৩। খালিস্তান জিন্দেবাদ ফোর্স
৪। ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন
৫। লস্কর -ই-তৈবা/পাসবন-ই-আহলে হাদিস
৬। জৈশ-ই মুহাম্মদ/ তেহরিক-ই-ফুরকান
৭। হরকত-উল-মুজাহিদিন / হরকত-উল-আনসার/ হরকত-উল-জেহাদ -ই-ইসলাম/ আনসার-উল-উম্মাহ (এইউইউ)
৮। হিজব -উল-মুজাহিদিন/ হিজব-উল-মুজাহিদিন পির পঞ্জল রেজিমেন্ট
৯। আল-উমর মুজাহিদিন
১০। জম্মু-কাশ্মীর ইসলামিক ফ্রন্ট
১১। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা)
১২) ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড (এনডিএফবি) আসাম
১৩) পিপল’স লিবারেশন আর্মি(পিএলএ)
১৪) ইউনাইডেট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)
১৫) পিপল’স রিভলিউশনারি পার্টি অফ কাংলাইপাক (পিআরইপিএকে)
১৬) কাংগলেইপাক কম্যুনিস্ট পার্টি (কেসিপি)
১৭) কাংগলেই ওয়েল কনবালুপ (কেওয়াইকেএল)
১৮। মণিপুর পিপল’স লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ)
১৯। অল ত্রিপুরা টাইগার ফোর্স
২০। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ত্রিপুরা
২১। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলেম (এলটিটিই)
২২) স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া
২৩)দ্বীনদর আনজুমান
২৪) কম্যুনিস্ট পার্ট অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া(মারসিস্ট-লেনিনিস্ট)-পিপল’স ওয়ার
২৫) মাওয়িস্ট কম্যুনিস্ট সেন্টার (এমসিসি)
২৬) আল বদর
২৭) জামায়েত-উল-মুজাহিদিন
২৮) আল-কায়দা/আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)
২৯) দুখতারান-ই-মিলাত (ডিইএম)
৩০) তামিলনাড়ু লিবারেশন আর্মি(টিএনএলএ)
৩১) তামিলনাড়ু ন্যাশনাল রিট্রিভ্যাল ট্রুপ্স (টিএনআরটি)
৩২) অখিল ভারত নেপাল একতা সমাজ (এবিএনইএস)
৩৩) জাতিসংঘের সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনের তফসিলে তালিকাভুক্ত সংস্থাগুলি (নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের বাস্তবায়ন)
৩৪) ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) এর সকল গঠন ও ফ্রন্ট সংগঠন।
৩৫) ইন্ডিয়া মুজাহিদিন, এর সকল সংগঠন ও ফ্রন্ট সংগঠন
৩৬) গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএফ), সকল সংগঠন ও ফ্রন্ট সংগঠন
৩৭) কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন, সব সংগঠন , ফ্রন্ট সংগঠন
৩৮) ইসলামিক স্টেট/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া/দায়েশ/খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট (আইএসকেপি)/আইএসআইএস উইলিয়াত খোরাসান/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য শাম-খোরাসান (আইএসআইএস-কে)

৩৯) ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (খাপলাং) (এনএসসিএন(কে)
৪০) দ্য খালিস্তান লিবারেশন ফোর্স (কেএলএফ)
৪১) তেহরিক-উল-মুজাহিদিন (টিইউএম)
৪২) জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ/ জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া / জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্থান

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে কতগুলি সংগঠন নিষিদ্ধ ? রাজ্যসভায় উত্তর দিল কেন্দ্র

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের মোট ৪২টি জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সঙ্গে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী মোট ৩১ জন জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। ৪২টি জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গি সংগঠন। এর পাশাপাশি ১৩টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে বেআইনি কার্যকলাপে সহযোগিতা করার জন্য। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থাগুলিকে এই নিষিদ্ধ সংগঠন এবং ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।
নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তালিকায় প্রথমে নাম রয়েছে, বব্বর খালসা ইন্টারন্যাশনাল।

এই গোষ্ঠীটি একটি খালিস্তানপন্থী জঙ্গি সংস্থা। এই সংস্থার প্রধান লক্ষ্য শিখ ধর্মালম্বীদের জন্য স্বতন্ত্র খালিস্তান তৈরি করা। এই তালিকায় রয়েছে খালিস্তান কমান্ডো ফোর্স, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন, খালিস্তান লিবারেশন ফোর্স-এর নামও।

এ ছাড়াও জঙ্গি সংগঠন হিসেবে রাষ্ট্রপুঞ্জ দ্বারা চিহ্নিত এবং তালিকাভুক্ত সংগঠনগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ইসলামিক স্টেটের সমস্ত জঙ্গিগোষ্ঠীও।
যে জঙ্গি সংগঠকে নিষিদ্ধ করা হল তার তালিকা
১।ব্বর খালসা ইন্টারন্যাশনাল
২। খালিস্থান কমান্ডো ফোর্স
৩। খালিস্তান জিন্দেবাদ ফোর্স
৪। ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন
৫। লস্কর -ই-তৈবা/পাসবন-ই-আহলে হাদিস
৬। জৈশ-ই মুহাম্মদ/ তেহরিক-ই-ফুরকান
৭। হরকত-উল-মুজাহিদিন / হরকত-উল-আনসার/ হরকত-উল-জেহাদ -ই-ইসলাম/ আনসার-উল-উম্মাহ (এইউইউ)
৮। হিজব -উল-মুজাহিদিন/ হিজব-উল-মুজাহিদিন পির পঞ্জল রেজিমেন্ট
৯। আল-উমর মুজাহিদিন
১০। জম্মু-কাশ্মীর ইসলামিক ফ্রন্ট
১১। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা)
১২) ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড (এনডিএফবি) আসাম
১৩) পিপল’স লিবারেশন আর্মি(পিএলএ)
১৪) ইউনাইডেট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)
১৫) পিপল’স রিভলিউশনারি পার্টি অফ কাংলাইপাক (পিআরইপিএকে)
১৬) কাংগলেইপাক কম্যুনিস্ট পার্টি (কেসিপি)
১৭) কাংগলেই ওয়েল কনবালুপ (কেওয়াইকেএল)
১৮। মণিপুর পিপল’স লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ)
১৯। অল ত্রিপুরা টাইগার ফোর্স
২০। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ত্রিপুরা
২১। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলেম (এলটিটিই)
২২) স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া
২৩)দ্বীনদর আনজুমান
২৪) কম্যুনিস্ট পার্ট অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া(মারসিস্ট-লেনিনিস্ট)-পিপল’স ওয়ার
২৫) মাওয়িস্ট কম্যুনিস্ট সেন্টার (এমসিসি)
২৬) আল বদর
২৭) জামায়েত-উল-মুজাহিদিন
২৮) আল-কায়দা/আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)
২৯) দুখতারান-ই-মিলাত (ডিইএম)
৩০) তামিলনাড়ু লিবারেশন আর্মি(টিএনএলএ)
৩১) তামিলনাড়ু ন্যাশনাল রিট্রিভ্যাল ট্রুপ্স (টিএনআরটি)
৩২) অখিল ভারত নেপাল একতা সমাজ (এবিএনইএস)
৩৩) জাতিসংঘের সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনের তফসিলে তালিকাভুক্ত সংস্থাগুলি (নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের বাস্তবায়ন)
৩৪) ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) এর সকল গঠন ও ফ্রন্ট সংগঠন।
৩৫) ইন্ডিয়া মুজাহিদিন, এর সকল সংগঠন ও ফ্রন্ট সংগঠন
৩৬) গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএফ), সকল সংগঠন ও ফ্রন্ট সংগঠন
৩৭) কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন, সব সংগঠন , ফ্রন্ট সংগঠন
৩৮) ইসলামিক স্টেট/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া/দায়েশ/খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট (আইএসকেপি)/আইএসআইএস উইলিয়াত খোরাসান/ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য শাম-খোরাসান (আইএসআইএস-কে)

৩৯) ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (খাপলাং) (এনএসসিএন(কে)
৪০) দ্য খালিস্তান লিবারেশন ফোর্স (কেএলএফ)
৪১) তেহরিক-উল-মুজাহিদিন (টিইউএম)
৪২) জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ/ জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া / জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্থান