বছরে দেড় লক্ষ ভিন রাজ্য থেকে আসেন এসএসকেএম-এ

- আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: রাজ্যের এক হাসপাতালে বছরে পরিষেবা ২০ লক্ষ। এর মধ্যে দেড় লক্ষ ভিন রাজ্যের। সেটা আবার রাজ্যের অন্যতম হাপসাতাল। এসএসকেএম। কারওর কাছে এটা আবার পিজি হাসপাতাল নামে পরিচিত। রাজ্যের সব হাসপাতালের মধ্যে এই চিকিৎসা প্রতিষ্ঠানের গুরুত্ব আলাদা। এই হাসপাতালের চিকিৎসা পরিষেবায় সাফল্য শুধু পূর্ব ভারতেই নয়। সারা দেশের মধ্যে সুনাম অর্জন করেছে রাজ্যের এই এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল।
বাংলা তথা প্রতিবেশি রাজ্যগুলির মানুষের মনে বদ্ধমূল ধারনা হচ্ছে, যত কষ্টই হোক না কেন, এই হাসপাতালে গেলেই মিলবে সেরার সেরা চিকিৎসা। কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পরিকাঠামোগত ক্ষেত্রে চূড়ান্ত উত্তরণের পরে এখন বাংলার মানুষের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছে কলকাতার এসএসকেএম।