লিফটে আটকে ক্ষত-বিক্ষত হয়ে মৃত্যু তরুণী শিক্ষিকার

- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ লিফটে পা আটকিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু।সূত্রের খবর,লিফটের ভিতরে একটি পা, ও বাইরে পুরো শরীর। এমন অবস্থায় চলতে শুরু করে লিফট। গুরুতর আহত হয়ে কিছু সময় পরেই মারা যান ২৬ বছরের স্কুলশিক্ষিকা। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত ওই শিক্ষিকার নাম গিনেল ফার্নান্ডেজ। নামক ওই তরুণী শুক্রবার দুপুর ১টা নাগাদ সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিল। তড়িঘড়িতে যেতে গিয়ে তার শরীরের একটি অংশ লিফটের ভিতরে বাকি অংশ লিফটের বাইরে থেকে গিয়েছিল। আর তারপরেই ঘটে চাঞ্চল্যকর এই দুর্ঘটনা।
হঠাৎ প্রকাণ্ড আওয়াজ শুনে ছুটে আসেন ওই তরুণীর সহকর্মী ও পারিপার্শ্বিক মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি তার।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঘটনায় স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লিফটে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তা নিয়েও খতিয়ে দেখছে পুলিশ।