BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভিভিআইপিদেরও সিগনালে অপেক্ষা করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম

ইমামা খাতুন
  • শেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম
আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম। নয়া সরকারের বিধানসভায় প্রথম অধিবেশনের প্রথম দিনেই হুলুস্থূল কাণ্ড বেধে গেল দিল্লি বিধানসভায়। বিরোধী দলনেতা অতীশি মারলেনার নেতৃত্বে আপ বিধায়করা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর দফতরে সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি সরিয়ে ফেলেছে রেখা গুপ্তর সরকার। তাদের জায়গায় টাঙানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই অভিযোগে তুলকালাম বেধে যায়, শাসক-বিরোধী তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। স্পিকার বিজেন্দ্র গুপ্ত অতীশিকে থামানোর চেষ্টা করেন। তারপরও হট্টগোল থামানো যায়নি, শেষ পর্যন্ত বিধানসভার কার্যক্রম স্থগিত করেন স্পিকার।

আম আদমি পার্টি অভিযোগ শাসকদল বিজেপি দলিত বিরোধী। তাই ভীমরাও আম্বেদকরের ছবি সরানো হয়েছে। এদিন দিল্লি বিধানসভা বিরোধী দলনেতা অতীশি দু’টি ছবি পোস্ট করে তাতে লেখেন, বিজেপির দলিত বিরোধী ও শিখ বিরোধী মুখ প্রকাশ্যে এসে গেছে। আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবির জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মু ও মহাত্মা গান্ধির ছবি টাঙানো হয়েছে।

 

আরও পড়ুনঃ  জামাত ভেঙে নতুন রাজনৈতিক দল জেডিএফ 

এদিন বিরোধী দলনেতা অতীশি তাঁর বিধায়কদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সঙ্গে দেখা করতে বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিসে পৌঁছন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মূল আলোচ্য বিষয় ছিল মহিলা সমৃদ্ধি যোজনা। বৈঠক চলাকালীনই অতীশির চোখে পড়ে মুখ্যমন্ত্রীর অফিসে আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে ফেলা হয়েছে। অতীশি দলীয় বিধায়কদের নিয়ে ফিরে আসেন বিধানসভায়। এরপর স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির বিজেন্দ্র গুপ্ত। শপথ গ্রহণের পরই ছবি সরানোর প্রসঙ্গে সরব হন অতীশি। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে ফেলা হয়েছে। অতীশি এই বিষয়টিকে দলিত এবং শিখদের অপমান বলে অভিযোগ করেন।

আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপি সরকার আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি সরিয়ে বাবা আম্বেদকরের কোটি কোটি অনুগামীদের মনে দুঃখ দিয়েছে। একইসঙ্গে শিখদের সঙ্গেও একই আচরণ করেছে। আমি বিজেপি নেতৃত্বের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রীর ছবি লাগাতে পারেন, কিন্তু আম্বেদকরের ছবিটাও থাকুক। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২২ সালে দিল্লি সরকারের সমস্ত অফিসে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি লাগানোর নির্দেশ দিয়েছিলেন। দিল্লির পর পাঞ্জাবেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল।

 

READ MORE: শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder