পঞ্জাব উপনির্বাচনে জিততে মরিয়া আপ, শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার

- আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্ক: মে মাসে পঞ্জাব বিধানসভার উপনির্বাচন। ভোটের তারিখ এখনও ঘোষণা হয়নি। তারিখ ঘোষণা না হলেও উপনির্বাচন জিততে মরিয়া আম আদমি পার্টি। এখন থেকেই নির্বাচন জিততে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে কেজরিওয়ালের আপ। মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। আপের তরফে এখনই প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেছে। রাজ্যসভার এক সাংসদকে প্রার্থী হিসাবে বাছাই করেছে আপ। দলের শীর্ষ নেতারা লুধিয়ানার পশ্চিমে প্রচার শুরু করে দিয়েছেন। দিল্লির নির্বাচনে পরাজিত হওয়ার পর পঞ্জাবে উপনির্বাচনে কোনওভাবেই হারতে রাজি নয় আপ।
আরও পড়ুন: শীর্ষ আদালতের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল, চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
ফেব্রুয়ারিতে আপের বিধায়ক গুরপ্রীত গোগি আত্মহত্যা করেন। ওই আসনের জন্য রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপ সুপ্রিমো কেজরিওয়াল নিয়মিত পঞ্জাব সফর করছেন। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন কেজরিওয়ালের সঙ্গে লুধিয়ানায় নিয়িমিত প্রচার অভিযানে যাচ্ছেন। সেইসঙ্গে পঞ্জাবের সাতজন মন্ত্রীকে ওয়ার্ড স্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবাদী কৃষকদের ওপর দমন-পীড়ন চিন্তার ভাঁজ ফেলেছে মান সরকারের কপালে। তাই ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন পেত মরিয়া হয়ে উঠেছে কেজরিওয়ালের দল। তবে, একজন আপ কৌশলবিদ সংবাদ সংস্থাকে জানিয়েছে, পঞ্জাব পুলিশের পদক্ষেপকে অতিরিক্ত বলে মনে করছে দলের অনেকেই। আপ পঞ্জাবে মাদকমুক্তির ওপরেও জোর দিচ্ছে। বুধবার মাদকের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করা হয়। তাতে পঞ্জাব মুখ্যমন্ত্রীর সঙ্গে কেজরিওয়ালও উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রচারে আপ প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস এবং গেরুয়া শিবির। পঞ্জাবে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। ফলে নির্বাচনের আদর্শ আচরণবিধি এখনও লাগু হয়নি। আপের এক ভোট কৌশলী জানিয়েছেন, পঞ্জাবের ভোটে আপ জয়ী হলে সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়ার রাজনীতি কেরিয়ার চাঙ্গা হবে।