২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল আযীয ছিলেন এক অনন্য সাহিত্যিক’

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 14

আহমদ হাসান ইমরান জাহিরুল হাসান আরফান আলি বিশ্বাস ও মনিরুল আযীয ছবি সঞ্জয় পুরকাইত

আসিফ রেজা আনসারী : শনিবার পুবের কলম দফতরে একটি বিশেষ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল বিশিষ্ট সমাজসেবী ও লেখক আরফান আলি বিশ্বাসের লেখা দু’টি বই। একইসঙ্গে বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক মরহুম আবদুল আযীয আল-আমান নিয়েও আলোচনা হয়। সেখানেই উঠে আসে আল-আমান সাহেবের জীবনের নানান দিক।

 

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা পুবের কলম এর সম্পাদক আহমদ হাসান ইমরান ছাড়াও বিশিষ্ট প্রাবন্ধিক জাহিরুল হাসান । লেখক ও অবসরপ্রাপ্ত আমলা আরফান আলি বিশ্বাস, হরফ প্রকাশনীর বর্তমান কর্ণধার মনিরুল আযীয, মুসলিম থিঙ্কট্যাঙ্ক-এর শাহ আলম প্রমুখ। এ দিন আবদুল আযীয আল আমান এর দুটি বই শিশুদের নাবী ও বিশ্বাসের ঘরবাড়ি’র পুনর্মুদ্রিত সংস্করণও একাশিত হয়।

এ দিনের অনুষ্ঠানে প্রাবন্ধিক জাহিরুল হাসান আবদুল আযীয আল-আমান সম্পর্কে তাঁর স্মৃতিচারণা করেন। বাংলা সাহিত্যে তাঁর ভূমিকা নিয়েও তিনি কথা বলেন। জাহিরুল হাসান বলেন আমার জন্ম ও লেখার জগতে আসা আবদুল আযীয আল-আমান সাহেবের প্রায় এক দশক পর। তবে আমার সামনে যে ছবি আঁকা আছে তাতে তিনি একজন অত্যন্ত সুপুরুষ, গৌরবর্ণ, দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করছেন।

 

আমান সাহেবের ইন্তেকালের পর তাঁর সহধর্মিনীর উদ্যোগে একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। তাতেও লেখা দিয়েছিলেন জাহিরুল হাসান। সে সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সাহিত্য সমাজ ও সভ্যতার দান। এর দু’টি দিক থাকে প্রথম কেন্দ্রভূমি ও অন্যটি প্রান্তভূমি। কেন্দ্রভূমিতে থাকাদের সবাই জানেন। অন্যদিকে প্রাপ্তভূমির মানুষদের অনেকেই সেভাবে চেনেন না। এঁদের মধ্যে থেকেই উঠে আসা দক্ষ সাহিত্যিক হচ্ছেন আবদুল আযীয আল-আমান। তিনি আরও বলেন, হাজার বছরের বাংলা সাহিত্যকে জানতে হলে আবুদল আযীয আল-আমানের লেখা বই ‘সাহিত্য সঙ্গ’ ও ‘পদক্ষেপ’ পড়লেই সবটা জানা যাবে। সবাই যাতে বই পড়েন এবং বাঙালি মুসলিমদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হয় তারও আহ্বান জানান জাহিরুল হাসান। তিনি উল্লেখ করেন একটা সময় সাহিত্য সংকলন পড়া ও কেনার জন্য বইপাড়ায় লম্বা লাইন পড়ত। আর সেই কাজের দিকপাল ছিলেন আবদুল আযীয আল-আমান।

পুবের কলম এর সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন দেশভাগের পর এপার বাংলার বহু বুদ্ধিজীবী ও ধন্যাঢ্য ব্যক্তিকে পূর্ব-পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে চলে যেতে হয়েছিল। কিছুটা প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে। তারপরও যাঁরা এপার বাংলায় থেকে গেছেন এবং নিজেদের প্রতিভা ও কর্মের মাধ্যমে সুপরিচিত। তাঁদের মধ্যে অন্যতম আবদুল আযীয আল-আমান। তিনি আরও বলেন, আবদুল আযীয আল-আমান একজন সেকুলার মানুষ ছিলেন। তিনি নিজে বিশ্বাস করতেন প্রকৃত মুসলমান অবশ্যই সেকুলার হবেন। আহমদ হাসান ইমরান আবদুল আযীয আল-আমানের সাহিত্যকর্ম ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, হরফ প্রকাশনী থেকে যেমন প্রকাশিত হয়েছে কোরআন, হাদিস, তেমনি বেদ-উপনিসদ ইত্যাদির প্রকাশনাতেও নজির তৈরি করেছিলেন আবদুল আযীয আল-আমান।

এদিকে লেখক আরফান আলি বিশ্বাস তাঁর বইয়ের নানান প্রসঙ্গ তুলে ধরেন। বাংলার যেসব মুসলিম মনীষীকে নিয়ে বর্তমান প্রজন্ম ভুলেই গিয়েছে সেগুলি নিয়েই বই লিখেছেন তিনি। এদিন তাঁর লেখা ‘এক কাহন এবং অন্যান্য’ ও ‘পুরানো সেই দিনের কথা’ শীর্ষক বই প্রকাশিত হয়। দু’টি বই প্রকাশিত হয়েছে হরফ প্রকাশনী থেকেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবদুল আযীয ছিলেন এক অনন্য সাহিত্যিক’

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

আসিফ রেজা আনসারী : শনিবার পুবের কলম দফতরে একটি বিশেষ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল বিশিষ্ট সমাজসেবী ও লেখক আরফান আলি বিশ্বাসের লেখা দু’টি বই। একইসঙ্গে বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক মরহুম আবদুল আযীয আল-আমান নিয়েও আলোচনা হয়। সেখানেই উঠে আসে আল-আমান সাহেবের জীবনের নানান দিক।

 

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা পুবের কলম এর সম্পাদক আহমদ হাসান ইমরান ছাড়াও বিশিষ্ট প্রাবন্ধিক জাহিরুল হাসান । লেখক ও অবসরপ্রাপ্ত আমলা আরফান আলি বিশ্বাস, হরফ প্রকাশনীর বর্তমান কর্ণধার মনিরুল আযীয, মুসলিম থিঙ্কট্যাঙ্ক-এর শাহ আলম প্রমুখ। এ দিন আবদুল আযীয আল আমান এর দুটি বই শিশুদের নাবী ও বিশ্বাসের ঘরবাড়ি’র পুনর্মুদ্রিত সংস্করণও একাশিত হয়।

এ দিনের অনুষ্ঠানে প্রাবন্ধিক জাহিরুল হাসান আবদুল আযীয আল-আমান সম্পর্কে তাঁর স্মৃতিচারণা করেন। বাংলা সাহিত্যে তাঁর ভূমিকা নিয়েও তিনি কথা বলেন। জাহিরুল হাসান বলেন আমার জন্ম ও লেখার জগতে আসা আবদুল আযীয আল-আমান সাহেবের প্রায় এক দশক পর। তবে আমার সামনে যে ছবি আঁকা আছে তাতে তিনি একজন অত্যন্ত সুপুরুষ, গৌরবর্ণ, দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করছেন।

 

আমান সাহেবের ইন্তেকালের পর তাঁর সহধর্মিনীর উদ্যোগে একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। তাতেও লেখা দিয়েছিলেন জাহিরুল হাসান। সে সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সাহিত্য সমাজ ও সভ্যতার দান। এর দু’টি দিক থাকে প্রথম কেন্দ্রভূমি ও অন্যটি প্রান্তভূমি। কেন্দ্রভূমিতে থাকাদের সবাই জানেন। অন্যদিকে প্রাপ্তভূমির মানুষদের অনেকেই সেভাবে চেনেন না। এঁদের মধ্যে থেকেই উঠে আসা দক্ষ সাহিত্যিক হচ্ছেন আবদুল আযীয আল-আমান। তিনি আরও বলেন, হাজার বছরের বাংলা সাহিত্যকে জানতে হলে আবুদল আযীয আল-আমানের লেখা বই ‘সাহিত্য সঙ্গ’ ও ‘পদক্ষেপ’ পড়লেই সবটা জানা যাবে। সবাই যাতে বই পড়েন এবং বাঙালি মুসলিমদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হয় তারও আহ্বান জানান জাহিরুল হাসান। তিনি উল্লেখ করেন একটা সময় সাহিত্য সংকলন পড়া ও কেনার জন্য বইপাড়ায় লম্বা লাইন পড়ত। আর সেই কাজের দিকপাল ছিলেন আবদুল আযীয আল-আমান।

পুবের কলম এর সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন দেশভাগের পর এপার বাংলার বহু বুদ্ধিজীবী ও ধন্যাঢ্য ব্যক্তিকে পূর্ব-পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে চলে যেতে হয়েছিল। কিছুটা প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে। তারপরও যাঁরা এপার বাংলায় থেকে গেছেন এবং নিজেদের প্রতিভা ও কর্মের মাধ্যমে সুপরিচিত। তাঁদের মধ্যে অন্যতম আবদুল আযীয আল-আমান। তিনি আরও বলেন, আবদুল আযীয আল-আমান একজন সেকুলার মানুষ ছিলেন। তিনি নিজে বিশ্বাস করতেন প্রকৃত মুসলমান অবশ্যই সেকুলার হবেন। আহমদ হাসান ইমরান আবদুল আযীয আল-আমানের সাহিত্যকর্ম ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, হরফ প্রকাশনী থেকে যেমন প্রকাশিত হয়েছে কোরআন, হাদিস, তেমনি বেদ-উপনিসদ ইত্যাদির প্রকাশনাতেও নজির তৈরি করেছিলেন আবদুল আযীয আল-আমান।

এদিকে লেখক আরফান আলি বিশ্বাস তাঁর বইয়ের নানান প্রসঙ্গ তুলে ধরেন। বাংলার যেসব মুসলিম মনীষীকে নিয়ে বর্তমান প্রজন্ম ভুলেই গিয়েছে সেগুলি নিয়েই বই লিখেছেন তিনি। এদিন তাঁর লেখা ‘এক কাহন এবং অন্যান্য’ ও ‘পুরানো সেই দিনের কথা’ শীর্ষক বই প্রকাশিত হয়। দু’টি বই প্রকাশিত হয়েছে হরফ প্রকাশনী থেকেই।