আবদুল রেহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা রাষ্ট্রসংঘের

- আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: আবদুল রেহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করল রাষ্ট্রসংঘ। সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তান ভিত্তিক আবদুল রেহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে। আবদুল রেহমান মক্কি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈইবা (এলইটি) জামাত-উল-দাওয়া’র একটি রাজনৈতিক শাখার প্রধান। মক্কি পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈইবার প্রধান হাফিজ সইদের শ্যালক।
গত বছর লস্কর-ই-তৈইবা নেতাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য জুন মাসেই মক্কিকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু রাষ্ট্রসংঘে পেশ করা এই প্রস্তাবে ভেটো দেয় চিন। তবে চিনের শত বাধা সত্ত্বেও আবদুল রেহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে কালো তালিকাভুক্ত করল রাষ্ট্রসংঘ।
মক্কির বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতে উগ্রপন্থী কার্যকলাপে মদদ দেওয়া, যুবকদের নিয়োগ, তহবিল সংগ্রহ প্রভৃতি কাজে নিযুক্ত ছিলেন। তিনি
মার্কিন মনোনীত বিদেশি সন্ত্রাসী সংস্থা (এফটিও) এলইটি-এর মধ্যে বিভিন্ন ভূমিকায় ছিলেন। আগেই হাফিজ সইদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করে মার্কিন যুক্তরাষ্ট্র।
২০১০ সালে আবদুল রহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকেই দীর্ঘদিন ধরে আবদুল রহমান মক্কিকে ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষণার চেষ্টা চালিয়ে যাচ্ছিল নয়াদিল্লি। এবার সেই চেষ্টা সফল হল।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল হাফিজের নেতৃত্বে। এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৬৬ জন। সেই ষড়যন্ত্রে শামিল ছিল মক্কি। পরে হাফিজ ও মক্কি দু’জনেই গ্রেফতার হন পাকিস্তানে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অনুসারে, ২০২০ সালে একটি পাকিস্তানি সন্ত্রাসবিরোধী আদালত মক্কিকে সন্ত্রাসবাদে অর্থ জোগানের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দেয়।