নজরে নির্বাচন এবার শিলং সফরে যাচ্ছেন অভিষেক

- আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয়েও এবার ভালো ফল করতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল আগেই ঘোষণা করেছিল এই দুই রাজ্যে ভোট প্রক্রিয়ায় তারা অংশ নেবে।
সেই উদ্দেশ্যেই অভিষেকের এই শিলং সফর বলে মনে করা হচ্ছে। বর্তমানে মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান করেছেন মুকুল-সহ একাধিক নেতা-বিধায়ক। মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরাতেও চোখ রয়েছে ঘাসফুলের।
ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও যাওয়ার জন্য অভিষেককে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের নেতারা। তাই মেঘালয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন তিনি। তবে সেই সফরের সূচি এখনও তৈরি হয়নি বলেই খবর।