১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় আবু সামা হতে চান রাজনীতিবিদ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 4

পুবের কলম,ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন আবু সামা ।একদিকে উত্তীর্ণ প্রার্থীরা যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান।আবু সামার ইচ্ছা খানিকটা ভিন্ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনীতিতে যোগ দিতে চান আবু সামা।

বাবা পেশায় কৃষক। মা একজন গৃহবধূ। বাবা-মায়ের সেজো ছেলে আবু । ছোট থেকেই নিজের দায়িত্ব নিজে সামলান। বাবার হাতে হাতে সাহায্যও করেন আবু। দিদির বিয়ে দেওয়ার জন্য একসময় সবজিও বিক্রি করেছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে টিউশনিও পড়ান তিনি। ঘুম বলতে ছিল ঘড়ি ধরে সাড়ে চার কিংবা ৫ ঘণ্টা। বিষয় ছিল আর্টস। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই কৃতী। চাকুলিয়ার প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৫ নম্বর। ৯৯ শতাংশ নম্বর পাওয়া আবু নামতে চান রাজনীতির ময়দানে।বুধবার কৃতী ছাত্র বলেন, তাঁর ইংরেজি নিয়ে স্নাতক করার ইচ্ছে। বলেন, তাঁর এই অবদানের পেছনে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিধায়ক গোলাম রব্বানি সবরকম ভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল থেকে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন আবু’কে। এখন দেখার ভবিষ্যতে রাজনীতির ময়দানে কোন ভূমিকায় দেখা যায় তাঁকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় আবু সামা হতে চান রাজনীতিবিদ

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন আবু সামা ।একদিকে উত্তীর্ণ প্রার্থীরা যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান।আবু সামার ইচ্ছা খানিকটা ভিন্ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনীতিতে যোগ দিতে চান আবু সামা।

বাবা পেশায় কৃষক। মা একজন গৃহবধূ। বাবা-মায়ের সেজো ছেলে আবু । ছোট থেকেই নিজের দায়িত্ব নিজে সামলান। বাবার হাতে হাতে সাহায্যও করেন আবু। দিদির বিয়ে দেওয়ার জন্য একসময় সবজিও বিক্রি করেছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে টিউশনিও পড়ান তিনি। ঘুম বলতে ছিল ঘড়ি ধরে সাড়ে চার কিংবা ৫ ঘণ্টা। বিষয় ছিল আর্টস। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই কৃতী। চাকুলিয়ার প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৫ নম্বর। ৯৯ শতাংশ নম্বর পাওয়া আবু নামতে চান রাজনীতির ময়দানে।বুধবার কৃতী ছাত্র বলেন, তাঁর ইংরেজি নিয়ে স্নাতক করার ইচ্ছে। বলেন, তাঁর এই অবদানের পেছনে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিধায়ক গোলাম রব্বানি সবরকম ভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল থেকে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন আবু’কে। এখন দেখার ভবিষ্যতে রাজনীতির ময়দানে কোন ভূমিকায় দেখা যায় তাঁকে।