হায়দারাবাদ, ১৭ মার্চ: ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও এবিভিপি নেতাকে আটক করে পুলিশ।
সম্প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ, আন্দোলন ও প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার একদফা প্রতিবাদ জানায় এবিভিপি। আর্টস কলেজে জড়ো হয়ে বিজ্ঞপ্তির প্রতিলিপি পুড়িয়ে দিয়ে প্রতিবাদ করে গেরুয়া ছাত্র কর্মীরা। তাঁদের বক্তব্য, এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। একইসঙ্গে উপাচার্যের বিরুদ্ধে স্বৈরাচারী নীতি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে প্রতিবাদীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলে ক্যাম্পাস জুড়ে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজন এবিভিপি নেতা ও বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে তাদের ওইউ থানায় নিয়ে যাওয়া হয়। গেরুয়া ছাত্র সংগঠনটি বলেছে, এই বিজ্ঞপ্তি পড়ুয়াদের কণ্ঠরোধ করতে জারি করা হয়েছে। পড়ুয়াদের প্রতিবাদ করতে বাধা দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। সোমবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে সময় দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এবিভিপির হুঁশিয়ারি, বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে আমরা ‘চলো অ্যাসেম্বলি’ অভিযান করব।