পুবের কলম ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা! জানা গিয়েছে, একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে বোলেরো গাড়ির। দুমড়েমুচড়ে যায় সেটি। গাড়িটিতে ছিলেন ১০ জন পুণ্যার্থী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে, বাসে থাকা যাত্রীদের মধ্যেও ১৯ জন আহত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, শুক্রবার মাঝরাতে এই দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজ-মির্জারাজ হাইওয়েতে।
মৃতেরা সকলে ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন। তাঁরা মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য যাচ্ছিলেন। কিন্তু তার আগেই এই ভয়ংকর দুর্ঘটনায়। দুর্ঘটনা দেখে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ১০ জন।পুলিশ এসে দ্রুত দেহগুলো উদ্ধার করে। এবং আহতের স্থানীয় হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে নিজের আধিকারিকদের পাঠান। আহতদের দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থার করার নির্দেশ দেন।