পুবের কলম প্রতিবেদক: প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের ডালুডিহিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ছ’জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও চারজন। শুক্রবার গভীর রাতে কলকাতা-দিল্লি ছয় লেনের জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। পিছনে থাকা টাটা নেক্সন গাড়িটিও স্করপিও-তে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ আকার নেয়।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন প্রাণ হারান। মৃতরা হলেন— প্রণব সাহা, শ্যামলী সাহা, পিয়ালী সাহা, অন্বেষা সাহা, আগমনি সাহা ও গাড়ির চালক সেখ রাজন আলি।
এই দুর্ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণব ও শ্যামলীর নাবালক সন্তান এবং পিয়ালীর স্বামী বিশ্বরূপ সাহা। নিহতদের মধ্যে চারজন মেদিনীপুরের এবং চালক-সহ বাকি দু’জন হুগলির বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়েই রাজগঞ্জ থানার পুলিশ, স্থানীয় হোটেলের কর্মী ও বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ধানবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্করপিও গাড়িটি এত জোরে ধাক্কা মারে যে সেটি দুমড়ে-মুচড়ে যায়। মৃতদেহগুলির ময়নাতদন্ত চলছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার নলপা এলাকা থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে গাড়িতে রওনা দিয়েছিলেন প্রণব সাহা ও বিশ্বরূপ সাহা। তাদের স্ত্রী শ্যামলী ও পিয়ালী দুই বোন। গাড়িতে ছিল তাদের সন্তানরাও। শনিবার দুর্ঘটনার খবর নিহতদের পরিজনদের কাছে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিম মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। আমরা আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি এবং মৃতদের পরিবারের পাশে রয়েছি।’ শুক্রবার সন্ধ্যায় যে যাত্রা শুরু হয়েছিল মহাকুম্ভের পবিত্র স্নানের উদ্দেশ্যে, তা শেষ হলো কান্না আর আর্তনাদের মধ্যে।