১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 4

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :  ভারতে করোনায় অন্তত ১৯ লক্ষ শিশু তাদের বাবা মা অথবা অভিভাবককে হারিয়েছে। ‘ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট হেলথ’ এক সমীক্ষা করে এই তথ্য দিয়েছে। ২০টি দেশে এরকম সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা গিয়েছে প্রায় ৫২ লক্ষ শিশু করোনার ধাক্কায় মাতৃ-পিতৃহীন অথবা অভিভাবকহীন হয়ে পড়েছে। এই চিত্রতেই ধরা পড়ে করোনার গ্রাসে কত মানুষের মৃতু্য হয়েছে। সবচেয়ে বেশি শিশু অনাথ হয়ে পড়েছে ২০২১-এর ৩১ মে থেকে ৩১ অক্টোবরের মধ্যে। প্রথমদিকে তার আগের ১৪ মাসে অত মৃত্যু হয়নি।

 

সমীক্ষা বলছে করোনার কারণে ১০ থেকে ১৭ বছরের ছেলে-মেয়েদের ৩ জনের মধ্যে ২ জনই বাবা মা অথবা অভিভাবককে হারিয়েছে। অন্যদিকে ৪ জনের ১ জন তাদের বাবাকে হারিয়েছে। আমেরিকা ব্রিটেন দক্ষিণ আফ্রিকার গবেষকরা গত ২০ মাস ধরে এই সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছেন। করোনার কারণে জনপ্রতি অনাথ শিশুর পরিসংখ্যানে অবশ্য পেরু এবং দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে। এই দুই দেশে প্রতি ১০০০ ছেলে-মেয়ের মধ্যে ৮ এবং ৭ জন বাবা মাকে হারিয়েছে। অথচ ভারত সরকার যে তথ্য দিয়েছিল তাতে বলা হয়েছিল করোনার ছোবলে এদেশে অনাথ হয়েছে মাত্র ৩৮৯০ জন শিশু । কেন্দ্রীয় মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রক গত ৫ ফেব্রুয়ারী এই হিসেব দিয়েছিল। ল্যান্সেট এর সমীক্ষায় অনাথ শিশুর সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। গত বছর ওই কেন্দ্রীয় মন্ত্রকই ৫৭৭ শিশুর অনাথ হওয়ার কথা জানিয়েছিল।

 

শিশু অধিকার রক্ষায় জাতীয় কমিশনের রিপোর্টে বলা হয়েছে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ এর জুনের মধ্যে ৩৬৬১ জন শিশু অনাথ হয়েছে। গত বছর মে মাসে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন করোনায় অনাথ সব শিশুকে পি এম কেয়ার্স এর তহবিল থেকে সরকারি সাহায্য দেওয়া হবে। ল্যানসেট যে সমীক্ষা করেছে তার প্রধান গবেষক সুসান হিলিস বলেছেন এইসব শিশুরা এখন কীভাবে রয়েছে কে তাদের দেখছে তাদের দু’বেলা খাওয়া জুটছে কি না তা যথেষ্ঠ উদ্বেগের। এদের যথাযথ মদদ করা না হলে সারা জীবন মানসিক এবং শারীরিক অপুষ্টিতে ভুগবে।

 

তবে ল্যানসেটের সমীক্ষা থেমে থাকেনি চলছে। তাতে সন্দেহ করা হচ্ছে ২০ দেশ মিলিয়ে অনাথ হওয়া শিশুর সংখ্যা ৫২ লক্ষের জায়গায় ৬৭ লক্ষ হতে পারে। ২০২২ এর জানুয়ারি পর্যন্ত তেমনই হিসেব এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকদিন থেকেই বলছে ভারতে যে মৃতের সংখ্যা সরকার দেখাচ্ছে তার ১০ গুণ বেশি মৃতু্য হয়েছে। এইড্স ১০ বছরে ৫০ লক্ষ শিশুকে অনাথ করেছিল করোনা তা ২ বছরে করল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক :  ভারতে করোনায় অন্তত ১৯ লক্ষ শিশু তাদের বাবা মা অথবা অভিভাবককে হারিয়েছে। ‘ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট হেলথ’ এক সমীক্ষা করে এই তথ্য দিয়েছে। ২০টি দেশে এরকম সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা গিয়েছে প্রায় ৫২ লক্ষ শিশু করোনার ধাক্কায় মাতৃ-পিতৃহীন অথবা অভিভাবকহীন হয়ে পড়েছে। এই চিত্রতেই ধরা পড়ে করোনার গ্রাসে কত মানুষের মৃতু্য হয়েছে। সবচেয়ে বেশি শিশু অনাথ হয়ে পড়েছে ২০২১-এর ৩১ মে থেকে ৩১ অক্টোবরের মধ্যে। প্রথমদিকে তার আগের ১৪ মাসে অত মৃত্যু হয়নি।

 

সমীক্ষা বলছে করোনার কারণে ১০ থেকে ১৭ বছরের ছেলে-মেয়েদের ৩ জনের মধ্যে ২ জনই বাবা মা অথবা অভিভাবককে হারিয়েছে। অন্যদিকে ৪ জনের ১ জন তাদের বাবাকে হারিয়েছে। আমেরিকা ব্রিটেন দক্ষিণ আফ্রিকার গবেষকরা গত ২০ মাস ধরে এই সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছেন। করোনার কারণে জনপ্রতি অনাথ শিশুর পরিসংখ্যানে অবশ্য পেরু এবং দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে। এই দুই দেশে প্রতি ১০০০ ছেলে-মেয়ের মধ্যে ৮ এবং ৭ জন বাবা মাকে হারিয়েছে। অথচ ভারত সরকার যে তথ্য দিয়েছিল তাতে বলা হয়েছিল করোনার ছোবলে এদেশে অনাথ হয়েছে মাত্র ৩৮৯০ জন শিশু । কেন্দ্রীয় মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রক গত ৫ ফেব্রুয়ারী এই হিসেব দিয়েছিল। ল্যান্সেট এর সমীক্ষায় অনাথ শিশুর সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। গত বছর ওই কেন্দ্রীয় মন্ত্রকই ৫৭৭ শিশুর অনাথ হওয়ার কথা জানিয়েছিল।

 

শিশু অধিকার রক্ষায় জাতীয় কমিশনের রিপোর্টে বলা হয়েছে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ এর জুনের মধ্যে ৩৬৬১ জন শিশু অনাথ হয়েছে। গত বছর মে মাসে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন করোনায় অনাথ সব শিশুকে পি এম কেয়ার্স এর তহবিল থেকে সরকারি সাহায্য দেওয়া হবে। ল্যানসেট যে সমীক্ষা করেছে তার প্রধান গবেষক সুসান হিলিস বলেছেন এইসব শিশুরা এখন কীভাবে রয়েছে কে তাদের দেখছে তাদের দু’বেলা খাওয়া জুটছে কি না তা যথেষ্ঠ উদ্বেগের। এদের যথাযথ মদদ করা না হলে সারা জীবন মানসিক এবং শারীরিক অপুষ্টিতে ভুগবে।

 

তবে ল্যানসেটের সমীক্ষা থেমে থাকেনি চলছে। তাতে সন্দেহ করা হচ্ছে ২০ দেশ মিলিয়ে অনাথ হওয়া শিশুর সংখ্যা ৫২ লক্ষের জায়গায় ৬৭ লক্ষ হতে পারে। ২০২২ এর জানুয়ারি পর্যন্ত তেমনই হিসেব এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকদিন থেকেই বলছে ভারতে যে মৃতের সংখ্যা সরকার দেখাচ্ছে তার ১০ গুণ বেশি মৃতু্য হয়েছে। এইড্স ১০ বছরে ৫০ লক্ষ শিশুকে অনাথ করেছিল করোনা তা ২ বছরে করল।