আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, জয়নগরে ধৃত এক
- আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 5
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে বকুলতলা থানা এলাকায় ধৃত এক। কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপি নেতার পরিচয় দিয়ে গ্রামে গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি এমনটাই অভিযোগ।
গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা আটকে রেখে খবর দেয় বকুলতলা থানায়।পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তর নাম সন্দীপ গায়েন, বাড়ি বকুলতলা থানার ভবানীমারি এলাকায়। আটক করে জিজ্ঞাসাবাদ করছে বকুলতলা থানার পুলিশ।গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ বললেন, একজন বিজেপি কর্মী গ্রাম বাসীদের কাছ থেকে ঘর করে দেবার নাম করে এই ভাবে টাকা তুলছে। এটাই ওদের কালচার।
আটক ব্যাক্তি তাদের দলের নয় বলে দাবি করেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদার। তিনি বলেন, ঐ ব্যক্তি আমাদের দলের কেউ নয়। আইন ওর আইন মোতাবেক শাস্তি দিক এটাই আমরা চাই।