পুবের কলম প্রতিবেদক: নিজের সঙ্গীত সাধনা এবং অভিনয়ের পাশাপাশি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অসহায় মানুষদের জন্য নীরবে কাজ করে চলেছেন সুপর্ণা কুমার। দীর্ঘদিন ধরেই গরীব মানুষদের হাতে অন্ন, বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি, পথের সারমেয়দের সেবাযত্ন, সবই তিনি করে চলেছেন আন্তরিক ভাবে। তাঁর এই প্রচারবিমুখ মনোভাবই আরও বেশি করে বারবার তাঁকে নিয়ে আসছে পুরস্কার ও স্বীকৃতির মঞ্চে এবং প্রচারের আলোয়।
সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য নিরলসভাবে সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবেই ‘উড়ান মানব সম্মাননা’ প্রদান করা হল সুপর্ণা কুমারকে। সম্প্রতি কলকাতা-র রোটারি সদন প্রেক্ষাগৃহে ‘উড়ান পাঠশালা’র পক্ষ থেকে ওই পুরস্কার তুলে দেওয়া হয় সুপর্ণাকে। ‘গাছ দাদু’ ‘পদ্মশ্রী’ প্রাপ্ত দুখু মাঝি, ‘সদাই ফকিরের পাঠশালা’-র শিক্ষক ‘পদ্মশ্রী’ প্রাপ্ত সুজিত চট্টোপাধ্যায়, ‘বিশু ডাক্তার’ ডা. সুকুমার চন্দ্র, ‘সুন্দরবনের ভগবান’ অমল নায়েক প্রমুখ ব্যক্তিদের সঙ্গে এক মঞ্চে সংগীতশিল্পী এবং সমাজসেবী সুপর্ণা কুমার-কে সম্মান জানায় এবং পুরস্কৃত করে ‘উড়ান পাঠশালা’।
আরও পড়ুন: বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী
এদিন উড়ান পাঠশালা থেকে সম্মানিত হওয়ার পর সুপর্ণা কুমার বলেন, ‘আমি পুরস্কার কিংবা স্বীকৃতির আশা না করে কাজ করলেও, যাঁরা আমাদের কাজের স্বীকৃতি দেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। কারণ, তাঁরা এই ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে, আরও অনেক মানুষকে সমাজসেবার কাজে অনুপ্রাণিত করেন।’ উল্লেখ্য, সঙ্গীত, অভিনয়ের পাশাপাশি জাতীয় স্তরের বিভিন্ন ম্যাগাজিনের কভার মডেল সুপর্ণা কুমার পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত এবং মুম্বাইতেও কাজ করেছেন। গান, অভিনয় এবং মডেলিং থেকে পাওয়া পারিশ্রমিকের বেশিরভাগটায় বিভিন্ন সমাজকল্যাণমুলক কাজে ব্যয় করেন তিনি।
আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের
উল্লেখ্য, সমাজসেবী সুপর্ণা কুমার আসলে একজন সংগীতশিল্পী এবং অভিনেত্রী। কুমার শানু, কুনাল গাঞ্জাওয়ালা প্রমুখ সংগীতশিল্পীদের সঙ্গে গান গেয়ে তিনি পেয়েছেন প্রশংসা। সুরঞ্জন দে পরিচালিত শর্ট ফিলম ‘আনলাকি শার্ট’ এবং ‘বি কেয়ারফুল’ ছবিতে অভিনয় করে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুপর্ণা কুমার জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সুপর্ণা-র অভিনয়ে সমৃদ্ধ হয়ে মুক্তির প্রতিক্ষায় আছে সুরঞ্জন দে পরিচালিত শর্ট ফিলম ‘অফিস ওয়াইফ’, ‘লাইফ বাই লেন’ এবং ‘বুদ্ধিজীবী’। গান এবং অভিনয় ছাড়া, মডেল হিসাবেও অংশ নিয়েছেন বিভিন্ন র্যাম্প শো এবং বিজ্ঞাপণে। বিভিন্ন ন্যাশনাল ম্যাগাজিন-এর কভার মডেলও হতে দেখা গেছে সুপর্ণা কুমার-কে। পশ্চিমবঙ্গ ছাড়াও, সুপর্ণা-র কাজের ক্ষেত্র মুম্বই এবং দক্ষিণ ভারত। প্রসঙ্গত সুপর্ণা কুমার জানিয়েছেন, তিনি গান, অভিনয় এবং মডেলিং করে পাওয়া পারিশ্রমিকের টাকা-র বেশিরভগটাই ব্যয় করেন সেবামূলক কাজে।