ডিসেম্বরের আগেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে শুরু করবে আদানি গোষ্ঠী

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 4
পুবের কলম ওয়েব ডেস্কঃ ডিসেম্বরের আগেই বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন বিজনেস টাইকুন গৌতম আদানি। বাংলাদেশে এখন তীব্র বিদ্যুৎ সংকট চলছে। নিয়ম করে রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। তাই প্রস্তাবিত বিদ্যুৎ সরবরাহ যাতে আরও আগেই সেখানে পৌঁছানো যায় তার অনুরোধ জানিয়ে ভারত সফরে এসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা।
সেই বৈঠকেই আদানি প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাবে ১৬ ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবসের আগেই। গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে আদানি।২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় আদানিকে এই বরাত পাইয়ে দিয়েছিলেন। ২৫ বছরের চুক্তিতে এই কেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হবে। পাঠানোর সুবন্দোবস্ত করানোর জন্য মুর্শিদাবাদ, মালদহের কয়েক হাজার বিঘা আম, লিচু, কাঁঠালের বাগান কাটা পড়েছে।
ইলেকট্রিক পোলের জন্য ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয়রা এর ব্যাপক বিরোধিতা করেছে। আদানি গোষ্ঠী এর যথাযথ ক্ষতিপূরণও দেয়নি বলে অভিযোগ কৃষক ও বাগানের মালিকদের। তবে তাতে থেমে থাকছে না প্রতিবেশী বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর প্রক্রিয়া।হাসিনা-আদানি বৈঠকও সফল হয়েছে বলেই মনে করছে ওয়াকিফহাল মহল। এদিন মিটিং সেরেই এশিয়ার সেরা ধনকুবের আদানি টুইটে জানান, দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আমার কাছে অত্যন্ত সম্মানের।আমরা আগামী ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের মধ্যেই আমাদের ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন শুরু করব। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ সংকটের অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।