১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এনডিটিভি-র মালিকানা আদানির হাতে ‘সম্মতিতে চুক্তি’, বিবৃতি প্রণয়-রাধিকার  

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্কঃ এনডিটিভির সঙ্গে  ড. প্রণয় রায় ও রাধিকা রায়ের সম্পর্ক আরও দুর্বল হচ্ছে। হাতে থাকা শেয়ারের সিংহ ভাগই তাঁরা তুলে দিচ্ছেন আদানি গোষ্ঠীর হাতে।  রায় দম্পতির হাতে থাকা ৩২.২৬ শতাংশের মধ্যে ২৭.২৬ শতাংশ শেয়ার তাঁরা বিক্রি করে দিচ্ছেন। নিজেদের কাছে মাত্র ৫ শতাংশ শেয়ার রেখেছেন তাঁরা ।

 

শুক্রবার যৌথ বিবৃতিতে প্রণয় রায় ও রাধিকা রায় জানিয়ে দেন এনডিটিভি চ্যানেলের সিংহভাগ শেয়ারই শিল্পপতি গৌতম আদানির কোম্পানির কাছে হস্তান্তর করা হচ্ছে। আদানি গোষ্ঠী প্রথমে কিনে নেয় প্রণয়-রাধিকার পৃষ্ঠপোষক একটি সংস্থাকে। তার পর খোলা বাজার থেকে শেয়ার কিনে আদানি গোষ্ঠী হয়ে ওঠে এনডিটিভির অন্যতম বড় শেয়ারের মালিক। এ বার এনডিটিভি-তে পূর্ণ কর্তৃত্ব কায়েমের পথে শিল্পপতি গৌতম আদানির সংস্থা।

 

এতদিন এনডিটিভি-তে ৩৭ .৪৪ শতাংশ শেয়ার ছিল আদানির কোম্পানির । এবার তাদের শেয়ারের পরিমাণ দাঁড়াল ৬৪ .৭১ শতাংশ। ফলে এখন থেকে এনডিটিভি-র সবথেকে বড় শেয়ারহোল্ডার আদানি গোষ্ঠী।

 

এনডিটিভির ওয়েব সাইটে প্রণয় ও রাধিকার যে যৌথ বিবৃতি সামনে এসেছে তা অত্যন্ত তাৎপর্যমূলক। সেখানে লেখা হয়েছে – ‘আমরা এনডিটিভি শুরু করেছিলাম ১৯৮৮ সালে এই বিশ্বাসের সঙ্গে যে ভারতে সাংবাদিকতা বিশ্বমানের বটে, তবে এর প্রয়োজন একটা মজবুত সম্প্রচার মাধ্যম। যা আমাদের উন্নত হতে সাহায্য করবে।’

 

সেই বিবৃতিতেই লেখা রয়েছে ‘৩৪ বছর পর, আমরা বিশ্বাস করি এনডিটিভি এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের অনেক আশা এবং আদর্শ পূরণ করেছে।  আমরা এত গর্বিত এবং কৃতজ্ঞ যে সারা বিশ্বে, এনডিটিভি ভারত এবং এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত সংবাদ সম্প্রচারকারী সংস্থা হিসাবে স্বীকৃতি আদায় করেছে।’

 

এমনিতে এনডিটিভি-র অধিগ্রহণ নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে রায়-দম্পত্তির মন-কষাকষিতে  চলতি বছরের অগস্ট মাস থেকেই শুরু  হয়েছিল। তারপর অনেকটা সময় কেটেছে। কিন্তু সেই বিতর্কের প্রভাবের রেশ বিন্দুমাত্র দেখা যায়নি রায়-দম্পত্তির দেওয়া যৌথ বিবৃতিতে। বরং তাঁরা গৌতম আদানির সঙ্গে তাঁদের সমস্ত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন। বলা হয়েছে আদানি তাঁদের সমস্ত মত মেনে নিয়েছেন।

 

যৌথ বিবৃতিতে তাঁরা স্পষ্টভাবে বলেছেন,‘মি. আদানি এমন একটি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন যা ভরসা, বিশ্বাসযোগ্যতা ও স্বাধীন মতামতের সমার্থক। আমরা আশা করব তিনি এই সমস্ত মূল্যবোধ আগামীদিনেও বজায় রেখে এই প্রতিষ্ঠান যেমন নেতৃত্ব দাবি করে, তেমন নেতৃত্বই দেবেন।’

 

অধিগ্রহণ করা যায় অর্থের বিনিময়ে, কিন্তু ভারতীয় সাংবাদিকতা জগতে যে মূল্যবোধ এনডিটিভি প্রতিষ্ঠা করেছে তাকে ধরে রাখা সহজ নয়।  সৌজন্যের সঙ্গে সে কথা মনে করিয়ে দিয়েছেন ড.প্রণয় রায় ও রাধিকা রায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনডিটিভি-র মালিকানা আদানির হাতে ‘সম্মতিতে চুক্তি’, বিবৃতি প্রণয়-রাধিকার  

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এনডিটিভির সঙ্গে  ড. প্রণয় রায় ও রাধিকা রায়ের সম্পর্ক আরও দুর্বল হচ্ছে। হাতে থাকা শেয়ারের সিংহ ভাগই তাঁরা তুলে দিচ্ছেন আদানি গোষ্ঠীর হাতে।  রায় দম্পতির হাতে থাকা ৩২.২৬ শতাংশের মধ্যে ২৭.২৬ শতাংশ শেয়ার তাঁরা বিক্রি করে দিচ্ছেন। নিজেদের কাছে মাত্র ৫ শতাংশ শেয়ার রেখেছেন তাঁরা ।

 

শুক্রবার যৌথ বিবৃতিতে প্রণয় রায় ও রাধিকা রায় জানিয়ে দেন এনডিটিভি চ্যানেলের সিংহভাগ শেয়ারই শিল্পপতি গৌতম আদানির কোম্পানির কাছে হস্তান্তর করা হচ্ছে। আদানি গোষ্ঠী প্রথমে কিনে নেয় প্রণয়-রাধিকার পৃষ্ঠপোষক একটি সংস্থাকে। তার পর খোলা বাজার থেকে শেয়ার কিনে আদানি গোষ্ঠী হয়ে ওঠে এনডিটিভির অন্যতম বড় শেয়ারের মালিক। এ বার এনডিটিভি-তে পূর্ণ কর্তৃত্ব কায়েমের পথে শিল্পপতি গৌতম আদানির সংস্থা।

 

এতদিন এনডিটিভি-তে ৩৭ .৪৪ শতাংশ শেয়ার ছিল আদানির কোম্পানির । এবার তাদের শেয়ারের পরিমাণ দাঁড়াল ৬৪ .৭১ শতাংশ। ফলে এখন থেকে এনডিটিভি-র সবথেকে বড় শেয়ারহোল্ডার আদানি গোষ্ঠী।

 

এনডিটিভির ওয়েব সাইটে প্রণয় ও রাধিকার যে যৌথ বিবৃতি সামনে এসেছে তা অত্যন্ত তাৎপর্যমূলক। সেখানে লেখা হয়েছে – ‘আমরা এনডিটিভি শুরু করেছিলাম ১৯৮৮ সালে এই বিশ্বাসের সঙ্গে যে ভারতে সাংবাদিকতা বিশ্বমানের বটে, তবে এর প্রয়োজন একটা মজবুত সম্প্রচার মাধ্যম। যা আমাদের উন্নত হতে সাহায্য করবে।’

 

সেই বিবৃতিতেই লেখা রয়েছে ‘৩৪ বছর পর, আমরা বিশ্বাস করি এনডিটিভি এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের অনেক আশা এবং আদর্শ পূরণ করেছে।  আমরা এত গর্বিত এবং কৃতজ্ঞ যে সারা বিশ্বে, এনডিটিভি ভারত এবং এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত সংবাদ সম্প্রচারকারী সংস্থা হিসাবে স্বীকৃতি আদায় করেছে।’

 

এমনিতে এনডিটিভি-র অধিগ্রহণ নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে রায়-দম্পত্তির মন-কষাকষিতে  চলতি বছরের অগস্ট মাস থেকেই শুরু  হয়েছিল। তারপর অনেকটা সময় কেটেছে। কিন্তু সেই বিতর্কের প্রভাবের রেশ বিন্দুমাত্র দেখা যায়নি রায়-দম্পত্তির দেওয়া যৌথ বিবৃতিতে। বরং তাঁরা গৌতম আদানির সঙ্গে তাঁদের সমস্ত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন। বলা হয়েছে আদানি তাঁদের সমস্ত মত মেনে নিয়েছেন।

 

যৌথ বিবৃতিতে তাঁরা স্পষ্টভাবে বলেছেন,‘মি. আদানি এমন একটি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন যা ভরসা, বিশ্বাসযোগ্যতা ও স্বাধীন মতামতের সমার্থক। আমরা আশা করব তিনি এই সমস্ত মূল্যবোধ আগামীদিনেও বজায় রেখে এই প্রতিষ্ঠান যেমন নেতৃত্ব দাবি করে, তেমন নেতৃত্বই দেবেন।’

 

অধিগ্রহণ করা যায় অর্থের বিনিময়ে, কিন্তু ভারতীয় সাংবাদিকতা জগতে যে মূল্যবোধ এনডিটিভি প্রতিষ্ঠা করেছে তাকে ধরে রাখা সহজ নয়।  সৌজন্যের সঙ্গে সে কথা মনে করিয়ে দিয়েছেন ড.প্রণয় রায় ও রাধিকা রায়।