গুজব ছড়ানো নিয়ে হুঁশিয়ারি ADG আইনশৃঙ্খলার, দোষীদের পাতাল থেকে বের করে শাস্তির নিদান

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন এডিজি আইশৃঙ্খলা জাভেদ শামিম। গুজব বড় শত্রু বলে এদিন মন্তব্য করেন তিনি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও গুজব আটকানো যাচ্ছে না, তা এককথায় স্বীকার করে নিলেন পুলিশকর্তা। তিনি বলেন, “গুজব ছড়ানোয় কোনও রাজনৈতিক দলের সদস্য বা সংগঠনকে আমরা দেখব না। যারা যারা এই ঘটনায় জড়িত থাকবে তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনা হবে দোষীদের। শাস্তি দেবই।”
আরও পড়ুন: মুর্শিদাবাদ: অশান্তি বাধানোর চেষ্টা কাদের, কারা লাভবান হবে?
মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল। অশান্তির মাঝে সামশেরগঞ্জে খুন হতে হয় বাবা-ছেলেকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জেলা পুলিশ। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ২০০-র বেশি। সোমবার সাংবাদিক বৈঠকে জানান এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
গুজব রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে জানান তিনি। জাভেদ শামিমের দাবি, সোশাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। অশান্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, ”পরিস্থিতি স্বাভাবিক হলেও ভুয়ো খবরের জন্য মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না। লাগাতার ভুয়ো ছড়ানোর চেষ্টা করছে একদল। সেগুলি বিশ্বাস করে মানুষ আরও বিপদে পড়ছেন। শান্তিপ্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় শত্রু গুজব।” গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি বলে জানিয়েছে এডিজি আইনশৃঙ্খলা।