২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

SSC-তে ADHAR CARD বাধ্যতামূলক

ইমামা খাতুন
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্ক: পরীক্ষায় ADHAR CARD বাধ্যতামূলক করল স্টাফ সিলেকশন কমিশন ( SSC)। মে মাসেই রয়েছে SSC পরীক্ষা। সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষায় কোনও রকম জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করতে আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি।

 

SSC-র নিয়োগ পরীক্ষায় যাঁরা যোগ দিতে চান, তাঁদের অবশ্যই ADHAR CARD ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন। স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা হ্রাস করা এবং ভুয়ো পরীক্ষার্থীদের ধরতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।

 

♦ JEE Main 2025: রাজ্যের দুই মেধাবীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য,অতীতে নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছায় ADHAR CARD ব্যবহারের অনুমতি পেয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আধার আইন ২০১৬ এবং আধার কর্তৃপক্ষের জারি করা সকল নিয়ম মেনেই কাজ করতে হবে কমিশনকে। এ বার তারা সকল পরীক্ষার্থীর জন্য আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করল।

 

প্রসঙ্গত, SSC সাধারণত কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের নিয়োগ পরীক্ষা আয়োজন করে। মূলত নন-গেজটেড কর্মী নিয়োগ হয় এসএসসি পরীক্ষার মাধ্যমে। এসএসসি প্রতি বছর দেশব্যাপী বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। মে মাসের ১৬ তারিখে রয়েছে স্টাফ সিলেকশন পরীক্ষার পুলিশের সিপিও পরীক্ষা। ২৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত একাধিক পরীক্ষা রয়েছে সেন্ট্রাল-এসএসসির।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SSC-তে ADHAR CARD বাধ্যতামূলক

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পরীক্ষায় ADHAR CARD বাধ্যতামূলক করল স্টাফ সিলেকশন কমিশন ( SSC)। মে মাসেই রয়েছে SSC পরীক্ষা। সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষায় কোনও রকম জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করতে আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি।

 

SSC-র নিয়োগ পরীক্ষায় যাঁরা যোগ দিতে চান, তাঁদের অবশ্যই ADHAR CARD ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন। স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা হ্রাস করা এবং ভুয়ো পরীক্ষার্থীদের ধরতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।

 

♦ JEE Main 2025: রাজ্যের দুই মেধাবীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য,অতীতে নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছায় ADHAR CARD ব্যবহারের অনুমতি পেয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আধার আইন ২০১৬ এবং আধার কর্তৃপক্ষের জারি করা সকল নিয়ম মেনেই কাজ করতে হবে কমিশনকে। এ বার তারা সকল পরীক্ষার্থীর জন্য আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করল।

 

প্রসঙ্গত, SSC সাধারণত কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের নিয়োগ পরীক্ষা আয়োজন করে। মূলত নন-গেজটেড কর্মী নিয়োগ হয় এসএসসি পরীক্ষার মাধ্যমে। এসএসসি প্রতি বছর দেশব্যাপী বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। মে মাসের ১৬ তারিখে রয়েছে স্টাফ সিলেকশন পরীক্ষার পুলিশের সিপিও পরীক্ষা। ২৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত একাধিক পরীক্ষা রয়েছে সেন্ট্রাল-এসএসসির।