২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বেটি বাঁচাও বিজেপির এক জুমলা: রাহুল গান্ধি

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপির উপর তীব্র কটাক্ষ করে বলেন ২ বছর পার হয়ে গেল হাথরসের সেই যৌন নিপীড়িতা পরিবারের সঙ্গে এখনও উৎপীড়ন চলছে। রাহুল বলেন, আসলে বেটি বাঁচাও-এর কথা বলে বিজেপি বেটিদের সাথে অন্যায় করা থেকে বিরত থাকেনি।

রাহুল গান্ধি বলেন, এই দুর্ভাগ্যপীড়িত পরিবার কিস্তিতে মাত্র কয়েক দফা ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। হাথরসের এই দলিত কন্যার গণধর্ষণ মামলায় হাইকোর্ট আদেশ দিয়েছিল এই পরিবারকে বাইরে কোথাও পুর্নবাসনের জন্য ব্যবস্থা করুক সরকার, আর পরিবারের এক সদস্যকে চাকরি দিক। কিন্তু সরকারি দলিল থেকে জানা যাচ্ছে, এখনও চাকরি বা পুর্নবাসন হয়নি পীড়িতা পরিবারের।

 

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরসের এক গ্রামে দলিত কন্যা গণধর্ষণের শিকার হয়। অভিযোগ ওঠে গ্রামের উচ্চবর্ণের যুবকদের বিরুদ্ধে। হাসপাতালে দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর দলিত কন্যার মৃত্যু হয়। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ওই যুবতীর অন্তিম সৎকার করা হলে তীব্র প্রতিবাদ হয় রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে যদিও উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল পীড়িতার পরিবারের জন্য চাকরি ও ঘর দেওয়া অনিবার্য নয়।

 

তাছাড়া সরকারের যুক্তি ছিল ওই যুবতীর আয়ের উপর পরিবার নির্ভরশীল ছিল না সে কারণে চাকরি দেওয়ার প্রয়োজন নেই। আদালতে যুক্তি ও পালটা যুক্তি দেখার পর ধারনা হয়েছিল যোগী সরকার চাকরি ও পুনর্বাসন দিতে আগ্রহী নয়।

তবে কংগ্রেস প্রথম দিন থেকেই হাথরস নিয়ে ময়দানে রয়েছে। রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা ঘুরপথে পীড়িতার পরিবারে পৌঁছে তাদের মদদের আশ্বাস দিয়েছিলেন। সমালোচনায় বিদ্ধ হওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি পরিবারের একজনের সরকারি চাকরি এবং হাথরসের বাইরে তাদের জন্য ঘরের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

 

কিন্তু দুই  বছর হতে চলেছে চাকরি ও পুনর্বাসন না হওয়ায় পুনরায় রাহুল গান্ধি বিষয়টি নিয়ে সোচ্চার হতে চলেছেন। বিজেপি নির্বাচনকে সামনে রেখে দলিতদের কাছে টানার চেষ্টা করছে আর রাহুল গান্ধি হাথরসের মর্মান্তিক ঘটনাকে পুনরায় সামনে এনে বিজেপিকে বেনেকাব করার চেষ্টা শুরু করলো।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেটি বাঁচাও বিজেপির এক জুমলা: রাহুল গান্ধি

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিজেপির উপর তীব্র কটাক্ষ করে বলেন ২ বছর পার হয়ে গেল হাথরসের সেই যৌন নিপীড়িতা পরিবারের সঙ্গে এখনও উৎপীড়ন চলছে। রাহুল বলেন, আসলে বেটি বাঁচাও-এর কথা বলে বিজেপি বেটিদের সাথে অন্যায় করা থেকে বিরত থাকেনি।

রাহুল গান্ধি বলেন, এই দুর্ভাগ্যপীড়িত পরিবার কিস্তিতে মাত্র কয়েক দফা ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। হাথরসের এই দলিত কন্যার গণধর্ষণ মামলায় হাইকোর্ট আদেশ দিয়েছিল এই পরিবারকে বাইরে কোথাও পুর্নবাসনের জন্য ব্যবস্থা করুক সরকার, আর পরিবারের এক সদস্যকে চাকরি দিক। কিন্তু সরকারি দলিল থেকে জানা যাচ্ছে, এখনও চাকরি বা পুর্নবাসন হয়নি পীড়িতা পরিবারের।

 

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরসের এক গ্রামে দলিত কন্যা গণধর্ষণের শিকার হয়। অভিযোগ ওঠে গ্রামের উচ্চবর্ণের যুবকদের বিরুদ্ধে। হাসপাতালে দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর দলিত কন্যার মৃত্যু হয়। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ওই যুবতীর অন্তিম সৎকার করা হলে তীব্র প্রতিবাদ হয় রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে যদিও উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল পীড়িতার পরিবারের জন্য চাকরি ও ঘর দেওয়া অনিবার্য নয়।

 

তাছাড়া সরকারের যুক্তি ছিল ওই যুবতীর আয়ের উপর পরিবার নির্ভরশীল ছিল না সে কারণে চাকরি দেওয়ার প্রয়োজন নেই। আদালতে যুক্তি ও পালটা যুক্তি দেখার পর ধারনা হয়েছিল যোগী সরকার চাকরি ও পুনর্বাসন দিতে আগ্রহী নয়।

তবে কংগ্রেস প্রথম দিন থেকেই হাথরস নিয়ে ময়দানে রয়েছে। রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা ঘুরপথে পীড়িতার পরিবারে পৌঁছে তাদের মদদের আশ্বাস দিয়েছিলেন। সমালোচনায় বিদ্ধ হওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি পরিবারের একজনের সরকারি চাকরি এবং হাথরসের বাইরে তাদের জন্য ঘরের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

 

কিন্তু দুই  বছর হতে চলেছে চাকরি ও পুনর্বাসন না হওয়ায় পুনরায় রাহুল গান্ধি বিষয়টি নিয়ে সোচ্চার হতে চলেছেন। বিজেপি নির্বাচনকে সামনে রেখে দলিতদের কাছে টানার চেষ্টা করছে আর রাহুল গান্ধি হাথরসের মর্মান্তিক ঘটনাকে পুনরায় সামনে এনে বিজেপিকে বেনেকাব করার চেষ্টা শুরু করলো।