২৬ জনের পর, এবার ৩৩ প্রতারক পাকড়াও সল্টলেকে

- আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: ভুয়ো অফিস খুলে ব্ল্যাকমেইলিং। সংশ্লিষ্ট অফিসে হানা দিয়ে আর্থিক জালিয়াত চক্রে জড়িত ২৬ জন প্রতারক গ্রেফতারি। ২৪ ঘন্টার সেই রেস কাটতে না কাটতে, ফের সল্টলেক শিল্প তালুকের বড়োসড়ো প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর পুলিশ। এবারও অপরাধের মাধ্যম সেই অবৈধ কল সেন্টার। সেখানে ঝাঁ-চকচকে অফিসের ঠান্ডা ঘরে বসে প্রতারকরা ফোন কল মারফত লোক ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। তছরুপের এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সল্টলেকের শিল্পতালুক সেক্টর ফাইভের ইপি ব্লকের ‘শৈলা টওয়ার’-এর ৫তলা বিল্ডিংয়ের ৫০১ নম্বর অফিস ঘরে মঙ্গলবার রাতে আচমকাই তল্লাশিতে নামে পুলিশ। সেই অভিযানে অবৈধ কার্যক্রমে জড়িত ২২ জন ছেলে ও ১২ জন মেয়ে কর্মীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। সেইসঙ্গে অপরাধীদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়। পুলিশ জানিয়েছে, ভুয়ো ওই অফিস থেকে মোবাইলের টাওয়ার বসিয়ে দেওয়া এবং সহজে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে নিরীহ মানুষদের ফোন করা হতো। ফাঁদা সেই খপ্পরে কেউ পা এগোলেই তাঁকে লক্ষ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত করত প্রতারকরা।