প্রায় ৪০ ঘন্টা পর ডায়মন্ডহারবারে হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুকন্যার একজনের দেহ উদ্ধার
- আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 13
ওবাইদুল্লা লস্কর,ডায়মন্ডহারবার: টানা ৪০ ঘন্টা তল্লাশি অভিযানের পর হুগলি নদীতে তলিয়ে যাওয়া ২ শিশুকন্যার মধ্যে ছোট বোন আতিফা পারভিনের দেহ উদ্ধার করলো এন ডি আর এফ ও পুলিশ কর্মীরা
তল্লাশি অভিযান চালানোর সময় এন ডি আর এফ ও পুলিশ জানতে পারে এক শিশু কন্যার দেহ ভাসছে হলদিয়া সংলগ্ন এলাকায়। এরপর লাইফ বোর্ট ও লঞ্চ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশু কন্যার দেহ উদ্ধার করে এন ডি আর এফ ও পুলিশ কর্মীরা। দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার নিয়ে আসা হয় মঙ্গলবার দুপুরে। পরে শিশু কন্যার পরিবার মৃত দেহ শনাক্ত করে। জানাযায় তাদের ছোট মেয়ে আতিফা পারভিনের দেহ উদ্ধার হয়েছে।
প্রায় ৪০ ঘন্টা পর ডায়মন্ডহারবারে হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুকন্যার মধ্যে একজনের দেহ মিলল। মৃত শিশুর নাম আতিফা পারবিন। বোট নামিয়ে, ড্রোন দিয়ে চলছিল চিরুনি তল্লাশি। চরম উদ্বেগ নিয়ে অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়।
ডায়মন্ড হারবারের SDPO মিঠুন দে জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ কর্মীরা ও এন ডি আর এফ এর টিম গিয়ে দেহ উদ্ধার করে। ছোট মেয়ে আতিফা পারভিনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে বড় বোন সিতারা নাজ এর খোঁজে এখনো তল্লাশি জারি রাখা হয়েছে।
গত রবিবার দিন সন্ধ্যে নাগাদ ডায়মন্ড হারবার হুগলি নদীতে তলিয়ে যায় পার্কসার্কাসের দুই শিশু , আতিফা পারভীন ও সিতারা নাজ,
ডায়মন্ড হারবার থানা পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা ওই শিশুর দেহটি ময়নতদন্ত করা হবে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। তারপর তা তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।