ক্রিকেটের পর এবার ভোটের ময়দানে বাংলাদেশ ক্রিকেট তারকা শাকিব

- আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রিকেট কেরিয়ারে চমৎকার পারফরম্যান্স করার পর এবার রাজনীতির মাঠে ব্যাট করতে নামছেন বাংলাদেশের অন্যতম নামজাদা ক্রিকেটার শাকিব আল হাসান। যিনি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও বটে। সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন শাকিব।অপরদিকে নড়াইল ২ থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তাজা।
জাতীয় নির্বাচনে টিকিট পেলেও শাকিবের মন কিন্তু অনেকটাই খারাপ। কারণ, আইপিএলের গত আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তবে ব্যক্তিগত কারণে সেই আসরে সেভাবে সময় দিতে পারেননি তিনি। আর এবারে তাকে নাইট রাইডার্স দলে রাখেনি। নিলামের আগেই হঠাৎ করে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। একা শাকিবকে নয়, বাংলাদেশের আর একজন ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে টিম কলকাতা।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। সেই মতো ঝাড়াই বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা জমা দিয়েছে তারা। আর তাতেই শাকিব, লিটনের মতো বাংলাদেশের ক্রিকেটারদের আগে ভাগে সরিয়ে দিয়েছে তাদের দল। যদিও এই তালিকায় রয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরশুমে খেলা মুস্তাফিজুর রহমানও। তাকেও এবারের নিলামের আগে ছেড়ে দিয়েছে দিল্লি।