জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার পরেই, কেজরিওয়ালকে তলব গোয়া পুলিশের

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার পর পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল গোয়া পুলিশ। ২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচনে ২টি আসনে জয়ী হয়েছিল আপ। অভিযোগ, নির্বাচনী প্রচার পর্বে বিজেপি শাসিত জনসাধারণের ব্যবহৃত জায়গায় পোস্টার সাঁটিয়েছিল তারা। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে বৃহস্পতিবার আপ প্রধান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠালো গোয়া পুলিশ।
অভিযোগ উঠেছে যে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের লাগানো ওই পোস্টারে লেখা ছিল ‘এক চান্স কেজরিওয়াল’। অর্থাৎ, গোয়ায় কেজরিওয়ালকে সুযোগ দিন। শহরের বিভিন্ন উড়ালপুল, হাইওয়েতে এই পোস্টার লাগানো হয়েছিল জানা গেছে। সরকারি সম্পত্তি নষ্ট করে পোস্টার লাগানোর অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে আপ প্রধানকে। বৃহস্পতিবার, অভিযোগের উপর ভিত্তি করে গোয়ায় আপের প্রধান অমিত পালেকরকে তলব করেছিল পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। এই প্রসঙ্গে অমিত পালেকর জানান, ‘আমি বিদেশে রয়েছি। ফিরে এসে বিষয়টি দেখব।’
সরকারি জায়গায় পোস্টার লাগানোর অভিযোগে আগামী ২৭ এপ্রিল সকাল ১১টায় উত্তর গোয়ার পেরনেম থানায় হাজিরা দিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
পেরনেম থানার তদন্তকারি আধিকারিক দিলীপ হালাঙ্কার এই সমনটি জারি করেছেন। আপ প্রধান কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল জনসাধারণের ব্যবহৃত এলাকায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পোস্টার সাঁটিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি দেখতে চেয়ে বিপাকে কেজরিওয়াল। আদালতের কাছে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে বিষয়টি নিয়ে দমে যাননি আপ প্রধান কেজরিওয়াল ও তার দল আম আদমি পার্টি (আপ