গুজরাতের পর এবার বিহার, বিষমদ খেয়ে মৃত ১১, আশংকজনক ১২
- আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ গুজরাতের পর এবার বিহার। বিষমদ পান করে মৃত্যু হল ১১ জনের। আশঙ্কাজনক ১২ জন। গুজরাতের মতই বিহারেও কঠোর ভাবে নিষিদ্ধ মদ। সেই নীতিশকুমারের রাজ্যে বিষমদ খেয়ে কিভাবে এত জন মানুষের হল উঠছে সেই প্রশ্ন। বিহারের সারন জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আশংকা করা হচ্ছে অনেকেই হারিয়েছেন দৃষ্টিশক্তি।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় থানার পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ফুলওয়ারিয়া গ্রামে বিষমদ খেয়ে প্রথম দুজনের মৃত্যুর কথা জানা যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকেই । এই ঘটনার কথা জানাজানি হতেই ওই এলাকায় পাঠানো হয় মেডিক্যাল টিম। প্রাথমিক ভাবে অসুস্থদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয় পাটনার পিএমসিএইচ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মারা যান ৯ জন।এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
শনিবার পিএমসিএইচ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এখনও মোট ১২ জনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। শ্রাবণ মাসে একটি নির্দিষ্ট তিথিতে স্থানীয়রা মদ্যপান করে থাকেন। অথচ ২০১৬ সাল থেকে নীতীশ কুমার সরকার বিহারে মদ্যপান এবং বিক্রি নিষিদ্ধ করে। তারপরেও চোরাগোপ্তা চলছে বিক্রি। গত বছর নভেম্বর মাস চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যু হয়েছে বিষমদ খেয়ে।