টোকিও অলিম্পিকে রুপোর পর,কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা চানুর, দেখুন ভিডিও
- আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকের পর ব্রিটেনে কমনওয়েলথ গেমস। শনিবার রেকর্ড গড়ে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাঈ চানু।ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রেকর্ডও করলেন চানু।
শনিবার বার্মিংহ্যামে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন অলিম্পিক্সের রুপোর পদকজয়ী চানু। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলন করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে।
ক্লিন আ্যন্ড জার্কে প্রথমেই ১০৯ কেজি ওজন তোলেন চানু। তখনই নিশ্চিত হয়ে যায় সোনা। এরপর তোলেন ১১৩ কেজি। মোট ২০১ কেজি ওজন তোলেন চানু। জনগণমন তখন বাজছে স্টেডিয়াম জুড়ে। ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। পোডিয়ামে পদক নিচ্ছেন চানু। সমস্ত ভারতবাসীকে গর্বিত করবে এই মূহুর্ত।
গলায় সোনার পদক। উড়ছে তেরঙা। বাজছে জাতীয় সংগীত। এর থেকে ভালো কিছু হতে পারে আর? #MirabaiChanu #Chanu #CommonwealthGames pic.twitter.com/k47V6aysbU
— Hindustan Times Bangla (@HT_Bangla) July 30, 2022