মৃত্যুদণ্ড বাতিলের পর আনন্দে মৃত্যু বন্দির

- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্ক : কারাগারেই কয়েদি জানতে পারেন যে তার মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। ১৮ বছর আগে একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে বন্দি ছিলেন তিনি । সেখানেই হঠাৎ শাস্তি কমানোর খবর পান এবং এতে আনন্দের জেরে তার হার্ট অ্যাটাক হয় । ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা এই খবর প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায় দক্ষিণ ইরানের বাসিন্দা ছিলেন ৫৫ বছর বয়সী আকবর। ১৮ বছর আগে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। খবরে বলা হয় ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করে দিয়েছে ফলে আর মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে না জানার পর ‘অতি আনন্দিত’ হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আকবর মারা যায়। আকবরের পরিচিত একটি সূত্র জানিয়েছে ৩৭ বছর বয়সে হত্যাকান্ডের অভিযোগে মৃত্যুদন্ডের শাস্তি হয়েছিল তার। এই আতঙ্কের মধ্যে এতগুলো বছর জেলে কাটিয়েছিলেন তিনি। এরপর হঠাৎই শাস্তি কমানোর খবরে তার হার্ট বিকল হয়ে যায়।