ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর অশান্তি ত্রিপুরাতে, ঘটনায় মৃত ১ জখম আরও বেশ কয়েক

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই অশান্তি ছড়াল ত্রিপুরায়। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ১৬ই ফেব্রুয়ারী। এমনটাই বিবৃতি জারি করে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন আরও জানানো হয়েছে, ২১ জানুয়ারী থেকে বিজ্ঞপ্তি জারি হবে। ৩০ জানুয়ারী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোট গণনা ২ মার্চ। মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটগ্রহণ ২৭শে ফেব্রুয়ারী। গণনা ২রা মার্চ।
সূচি ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তারপরেই সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় রাজনৈতিক দলগুলি। বুধবার রাতে ধলাই জেলায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে বিরোধী জনজাতি দল তিপ্রা মথার এক কর্মী। অন্য দিকে, কংগ্রেসের মিছিলে হামলায় এআইসিসির সাধারণ সম্পাদক অজয় কুমার-সহ ১০ জনের জখম হওয়ার ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম ত্রিপুরায়।
দু’টি ক্ষেত্রেই হামলার অভিযোগ উঠেছে শাসকদল বিজেপির দিকে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ধলাইয়ের অতিরিক্ত পুলিশ সপার বিন দেববর্মা জানিয়েছেন, বুধবার রাতে বামনতচেরা এলাকায় একটি গাড়িতে হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় তিপ্রা কর্মী প্রণজিৎ নমশুদ্র গুরুতর আহত হন। নির্বাচনের দিনক্ষণ জুড়ে অশান্তির ঘটনায় একে অপরকে দোষারোপ করছে রাজনৈতিক দলগুলি। বিজেপি অশান্তির জন্য দায়ী করছে বাম-কংগ্রেস জোটকে৷ আর বাম-কংগ্রেস শিবির দায়ী করছে বিজেপিকে৷ অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপিকে রুখতে এখনই এগিয়ে আসা উচিত বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের।