১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
সংসদে হামলার পর মুখ খুললেন মোদি

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 3
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: নতুন সংসদ ভবনে হামলার পরে বৃহস্পতিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বুধবারের ঘটনার প্রসঙ্গ মুখে আনেননি তিনি। অর্থাৎ, সংসদে হামলা নিয়ে কিছুই বললেন না মোদি৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নতুন সংসদ ভবন। সবে কাজ শুরু হয়েছে। অনেক ছোটখাটো ত্রুটি থাকবে। সেগুলি সংশোধন করে নিতে হবে। আমি আশা করি, মাননীয় স্পিকার এবং মাননীয় চেয়ারপার্সনের নেতৃত্বে সেই ত্রুটিগুলি সংশোধন করা হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের কর্মী এবং দর্শকদের কাছে তার আবেদন, কোনও ত্রুটি চোখে পড়লে তা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।