হিঙ্গলগঞ্জ সফর শেষে টাকিতে মুখ্যমন্ত্রী, বুধবার প্রশাসনিক বৈঠকের কথা

- আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 8
ইনামুল হক, টাকি: হিঙ্গলগঞ্জ সফর শেষে হেলিকপ্টারে করে অবশেষে টাকিতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ টাকির এরিয়ান ক্লাব মাঠে এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখানে তাকে অভ্যর্থনা জানান বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সেখান থেকে তিনি গাড়িতে রাজবাড়ি ঘাটে পৌঁছান তিনি। তারপর সেখানে নেমে রাজবাড়ি ঘাটে প্রণাম করেন ও স্থানীয় মহিলাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতা করেন। সেখান থেকে সোজা চলে যান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাংলোয় এবং আজ সেখানেই রাত্রিবাস করার কথা রয়েছে তার। পুলিশ সূত্রে খবর সন্ধ্যা ছটায় টাকির কুলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যাবেন তিনি।