২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন মেসি,দি মারিয়ারা দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 6

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বিশ্বকাপ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন মেসি, দি মারিয়ারা। মঙ্গলবার ভোররাতে রোম থেকে বুয়েনআইরেসে মাটি ছোঁয় স্কালোনিদের বিমান। শেষ রাতেও বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে দেখার জন্য রাজপথে কাতারে কাতারে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন মেসি ও দলের কোচ স্কালোনি। তার পরে বাকি ফুটবলাররা নামেন। ফুটবলারদের পরিবারও তাঁদের সঙ্গে পা রেখেছে দেশে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাত সাড়ে তিনটার সময় হুডখোলা দোতলা বাসে শহরে প্রবেশ করছেন বিশ্বজয়ী দলের সদস্যরা। রাজপথে তখন জনস্রোত। বিশ্বজয় বলে কথা। তাইতো মেসিদের উদযাপনও শেষ হচ্ছে না কিছুতেই। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর বিশ্বকাপ খরা কাটিয়েছে দিয়াগো মারাদোনার  দেশ। দেশে দেশে এখন মেসি-ডি মারিয়াদের বন্দনা চলছে। তামাম ফুটবল দুনিয়ার চোখ এখন আর্জেন্টিনার দিকে। এবার সোনার ট্রফি নিয়ে কাতার থেকে নিজভূমে ফিরেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন মেসি,দি মারিয়ারা দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  বিশ্বকাপ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন মেসি, দি মারিয়ারা। মঙ্গলবার ভোররাতে রোম থেকে বুয়েনআইরেসে মাটি ছোঁয় স্কালোনিদের বিমান। শেষ রাতেও বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে দেখার জন্য রাজপথে কাতারে কাতারে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন মেসি ও দলের কোচ স্কালোনি। তার পরে বাকি ফুটবলাররা নামেন। ফুটবলারদের পরিবারও তাঁদের সঙ্গে পা রেখেছে দেশে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাত সাড়ে তিনটার সময় হুডখোলা দোতলা বাসে শহরে প্রবেশ করছেন বিশ্বজয়ী দলের সদস্যরা। রাজপথে তখন জনস্রোত। বিশ্বজয় বলে কথা। তাইতো মেসিদের উদযাপনও শেষ হচ্ছে না কিছুতেই। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর বিশ্বকাপ খরা কাটিয়েছে দিয়াগো মারাদোনার  দেশ। দেশে দেশে এখন মেসি-ডি মারিয়াদের বন্দনা চলছে। তামাম ফুটবল দুনিয়ার চোখ এখন আর্জেন্টিনার দিকে। এবার সোনার ট্রফি নিয়ে কাতার থেকে নিজভূমে ফিরেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।