পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করেছেন ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা যুবরাজ করিম আল হুসাইনি (আগা খান চতুর্থ) । বুধবার দক্ষিণ ইউরোপীয় দেশ পর্তুগালের লিসবনে তিনি ইন্তেকাল করেছেন। আগা খান চতুর্থের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্বের বহু নেতারা। বলা বাহুল্য, ইসমাইলি শিয়া মুসলিমদের পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন তিনি। পাশাপাশি প্রচুর সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শেষ মুহূর্তে পরিবারের লোকজন তাঁর পাশে ছিল।
উল্লেখ্য, ইসমাইলি হল শিয়া মুসলিমদের একটি শাখা। এর একাধিক উপদল রয়েছে। যার মধ্যে সর্ববৃহৎ উপদল হল নিজারি ইসমাইলি। তারা চতুর্থ আগা খানকে সরাসরি ইসলামের নবী হজরত মুহাম্মদ (স.) এর বংশধর বলে মনে করে এবং তাদের ৪৯তম বংশানুক্রমিক ইমাম হিসাবে গণ্য করে।
আন্তর্জাতিক রাজনীতি তথা কূটনীতিতেও বেশ প্রতিপত্তি ছিল আগা খানের। আগে খানের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস। শুধু ধর্মগুরু হিসেবে নয়, সমাজ সেবামূলক কাজ, বহুত্ববাদ, শান্তির দূত হিসেবে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আগা খানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘সম্মানীয় প্রিন্স করিম আগা খান চতুর্থের প্রয়াণে শোকগ্রস্ত। উনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। আধ্যাত্মিকতার প্রতি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামোন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ওঁর অবদান আগামী দিনেও অনুপ্রেরণা জোগাবে।