১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের থমথমে উপত্যকা, জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে সার্কাসকর্মীর মৃত্যু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: জঙ্গিদের তাণ্ডবে ফের উত্তপ্ত উপত্যকা। সার্কাসের তাঁবুতে ঢুকে হামলা চালালো জঙ্গিরা। মৃত্যু হয়েছে এক সার্কাস কর্মীর। সোমবার রাতে অনন্তনাগের এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিশাল পুলিশবাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পর পর জঙ্গি হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জেকেএনএল নেতা ফারুখ আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ।

মৃতের নাম দীপু। জম্মু-কাশ্মীরের বাসিন্দা উধমপুর জেলার বাসিন্দা দীপু, সার্কাসের কর্মী ছিলেন। অনন্তনাগ জেলার জঙ্গালাত মান্ডি এলাকার কাছে একটি পার্কে সার্কাসের জন্য তাঁবু খাটানো হয়েছিল। সোমবার সেখানে আচমকা হামলা চালায় জঙ্গিরা। গুলিতে জখম হন দীপু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। অভিযুক্ত জঙ্গিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে জি-২০ বৈঠক। সেই বৈঠকের আগে থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের আনাগোনা বাড়তে শুরু করে। জি-২০ বৈঠকে দেশ-বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জঙ্গিদের কাছেও খবর ছিল। ফলে বৈঠকের সময় জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। বৈঠকের আগে থেকেই নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল শ্রীনগর। আকাশপথেও নজরদারি চলে। জঙ্গি আশঙ্কার কথা ভেবে শ্রীনগরের মতো জায়গায় এই বৈঠকে যোগ দিতে অস্বীকার করে চিন, তুরস্ক এবং সৌদি আরব।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের থমথমে উপত্যকা, জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে সার্কাসকর্মীর মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জঙ্গিদের তাণ্ডবে ফের উত্তপ্ত উপত্যকা। সার্কাসের তাঁবুতে ঢুকে হামলা চালালো জঙ্গিরা। মৃত্যু হয়েছে এক সার্কাস কর্মীর। সোমবার রাতে অনন্তনাগের এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিশাল পুলিশবাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পর পর জঙ্গি হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জেকেএনএল নেতা ফারুখ আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ।

মৃতের নাম দীপু। জম্মু-কাশ্মীরের বাসিন্দা উধমপুর জেলার বাসিন্দা দীপু, সার্কাসের কর্মী ছিলেন। অনন্তনাগ জেলার জঙ্গালাত মান্ডি এলাকার কাছে একটি পার্কে সার্কাসের জন্য তাঁবু খাটানো হয়েছিল। সোমবার সেখানে আচমকা হামলা চালায় জঙ্গিরা। গুলিতে জখম হন দীপু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। অভিযুক্ত জঙ্গিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে জি-২০ বৈঠক। সেই বৈঠকের আগে থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের আনাগোনা বাড়তে শুরু করে। জি-২০ বৈঠকে দেশ-বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জঙ্গিদের কাছেও খবর ছিল। ফলে বৈঠকের সময় জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। বৈঠকের আগে থেকেই নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল শ্রীনগর। আকাশপথেও নজরদারি চলে। জঙ্গি আশঙ্কার কথা ভেবে শ্রীনগরের মতো জায়গায় এই বৈঠকে যোগ দিতে অস্বীকার করে চিন, তুরস্ক এবং সৌদি আরব।