বিহারে প্যাসেঞ্জার ট্রেনকে লক্ষ করে আচমকা পাথর উত্তেজিত জনতার, আহত ১১

- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে প্যাসেঞ্জার ট্রেনকে লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন যাত্রী সহ পাঁচজন রেলকর্মী।
ঘটনায় সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। আহতে মধ্যে রয়েছেন টিকিট পরীক্ষক। শুক্রবার রাতের এই ঘটনায় বিহারের মাধেপুর জেলার সমস্তিপুর ডিভিশনে উত্তেজনা ছড়িয়েছে।
রেল সূত্রে খবর, এই ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলপুলিশ জানিয়েছে, ০৫২৯৯ প্যাসেঞ্জার ট্রেনটি সহরসা থেকে বিহারিগঞ্জে যাচ্ছিল। বুধমা স্টেশনে ট্রেনটি থামতেই ইঞ্জিনের সঙ্গে লাগোয়া বগিটিকে লক্ষ্য করে পর পর পাথর ছুড়তে শুরু করে একদল উত্তেজিত জনতা। ওই বগিতে তখন ছিলেন রেলের টিকিট পরীক্ষক সহ যাত্রীরা। ট্রেনটি স্টেশনে থামতেই আচমকা এই হামলা শুরু হয় বলে জানা গেছে।