পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের বিজেপি ও রাজ্যে তৃণমূল সংখ্যালঘু মুসলিম, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়াদের স্বার্থ দেখেনা। সব দলই ভোট নিয়ে প্রতারণা করছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুলল আসাদ উদ্দিন ওয়েসির দল মিম-এর (AIMIM) রাজ্য শাখার নেতা ইমরান সোলাঙ্কি। শুধু তাই নয়, রাজ্যে আগামী বিধানসভা ভোটে লড়াইয়েরও ঘোষণা করেন তিনি।
এ দিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের নানান ইস্যু নিয়ে বক্তব্য রাখেন ইমরান সোলাঙ্কি। তিনি বলেন, ভোটের সময় মানুষকে ভুল বোঝানো হয়, পরে সেই ভোটারদের স্বার্থকে উপেক্ষা করা হয়। দীর্ঘদিন ধরে চলা বেইনসাফি দূর করে মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার লড়াই করবে মিম। আগামী ভোটে ২৯৪-এর সবক’টা আসনকে পাখির চোখ করা হবে। তাই সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসাবে সাংবাদিক সম্মেলনে দলের ফোন নম্বর প্রকাশ বলে তিনি উল্লেখ করেন। একটি নম্বর দিয়ে তিনি ঘোষণা করেন, সেই নম্বরে মিস কল দিলেই মিম-এর (AIMIM) সদস্য হওয়া যাবে।
আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের
অন্যদিকে, রাজ্যজুড়ে নানান সমস্যার কথা তুলে ধরেন দলের নেতা মাওলানা নিজাম উদ্দিন কাসেমী, সওকাত আলি, দানিশ আজিজ, সীমা ভট্টাচার্য, আবু সিদ্দিক প্রমুখ। পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটের সঙ্গে মিম (AIMIM) থাকবে কিনা জানতে চাওয়া হলে রাজ্যের নেতারা বলেন, এ বিষয়ে আসাদ উদ্দিন ওয়েসি সিদ্ধান্ত নেবেন। ভোট কাটাকুটি হলে বিজেপির লাভ হয়, কিভাবে বিষয়টাকে দেখা হচ্ছে? ইমরান সোলাঙ্কির জবাব, সব দলই নিজের অস্তিত্ব রক্ষা ও বিস্তারের জন্য ভোটে লড়াই করবে এটাই স্বাভাবিক। ভোটে লড়াই করার মাধ্যমে নিজেদের শক্তি পরীক্ষা করার মধ্যে আমরা ভুল কিছু দেখছি না।