০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
'কালা কানুন' এর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক

Waqf Bill-এর বিরুদ্ধে আদালতে যাবে Muslim Personal Law Board

ইমামা খাতুন
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 36

পুবের কলম, ওয়েব ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলকে ঠেকাতে মরিয়া All India Muslim Personal Law Board। বুধবার ল বোর্ড জানিয়েছে তারা ওয়াকফ (সংশোধন) বিলকে আদালতে চ্যালেঞ্জ করবে এবং ‘কালা আইন’ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আলোচনার জন্য বুধবার লোকসভায় পেশ করা হয় ওয়াকফ বিল। সারাদিন বিল নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলে। নিম্নকক্ষে পাস হলে বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।

বুধবার এনিয়ে সাংবাদিক বৈঠক করে All India Muslim Personal Law Board সদস্য মুহাম্মদ আদিব জানিয়েছেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি দখলের প্রচেষ্টা। তিনি বলেন, ‘তারা আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এই নাটক শুরু করেছে। এটা কি মেনে নেওয়া যেতে পারে? ভাববেন না যে আমরা হেরে গেছি ।’ যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) আলোচনার সময় বিলটির বিরোধিতা করা হয়েছিল বলে উল্লেখ করে আদিব বলেন, ‘এটা ধরে নেওয়া উচিত নয় যে আমরা যুদ্ধে হেরে গিয়েছি। আমরা সবেমাত্র শুরু করেছি। এটি দেশ বাঁচানোর লড়াই। কারণ প্রস্তাবিত আইনটি ভারতের কাঠামোকে বিপন্ন করছে । আমরা আদালতে যাব। এই বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’ তিনি সমস্ত বিবেকবান নাগরিককে এই বিলের বিরোধিতা করার আবেদন জানান। তিনি বলেন আইনিভাবে এবং জনসমক্ষে বিক্ষোভ দেখাতে হবে।

আরও পড়ুন: সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

All India Muslim Personal Law Board-এর সহ-সভাপতি মুহাম্মদ আলি মহসিন বলেন, ল’ বোর্ড এই বিল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে, কারণ এটি বৈষম্যমূলক, সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা এই লড়াই শুরু করেছি কারণ আমরা দেশকে রক্ষা করতে চাই। আমাদের লক্ষ্য এই কালা কানুন বন্ধ করা।”

All India Muslim Personal Law Board– এর সদস্যরা দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন এবং তাঁরা এই আন্দোলনকে কৃষক আন্দোলনের সঙ্গে তুলনা করেন। “আমরা দেশের সর্বত্র কর্মসূচি করবো, যেমন কৃষকরা করেছিল। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো এবং শান্তিপূর্ণ উপায়ে এই বিলের বিরোধিতা করবো,” মন্তব্য মহসিনের। তিনি বলেন, এই বিল সংবিধানের অনুচ্ছেদ ১৪, ২৫ এবং ২৬-এর মাধ্যমে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা, সমানাধিকার ও ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো লঙ্ঘন করছে।

আরও পড়ুন: Waqf Bill : ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলির আসল রূপ দেখার সময়

All India Muslim Personal Law Board -এর অভিযোগ, এই বিল ওয়াক্‌ফ বোর্ডকে দুর্বল করবে, কারণ এতে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও দাতব্য সম্পত্তি পরিচালনার অধিকার হ্রাস করবে। এছাড়া, সরকারি সংস্থাগুলোকে ওয়াক্‌ফ সম্পত্তি দখলের ক্ষমতা দেওয়া হয়েছে, যা এই সম্পত্তিগুলোর অস্তিত্বের জন্য হুমকি বলে বোর্ডের দাবি। বোর্ড বলেছে, জেপিসি -র রিপোর্ট এই উদ্বেগগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছে । বিলটির ত্রুটিগুলো যে জায়গায় ছিল, সেই জায়গাতেই আছে।

আরও পড়ুন: Waqf Bill-এর প্রতিক্রিয়া জানালেন মেহবুবা মুফতি

প্রেস বিবৃতিতে All India Muslim Personal Law Board সকল ধর্মনিরপেক্ষ ও অ-সাম্প্রদায়িক দল এবং “সচেতন” সাংসদদের এই বিভেদমূলক বিল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে, যাতে তারা সংবিধানের ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নীতিগুলো রক্ষা করেন। সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বোর্ড বলেছে, ওয়াকআউট না করে বিতর্কে অংশগ্রহণ করুন এবং ভোটের জন্য চাপ দিন যাতে এনডিএ-র শরিক দল এবং দ্বিধাগ্রস্ত সাংসদদেরও এই বিলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করা যায়। ল বোর্ড দেশবাসীকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে বলেছে।বলা হয়েছে যদি এই বিল পাস হয়, তাহলে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, এই বিলের বিরোধিতা করেছে। কংগ্রেসের অভিযোগ জেপিসি তাদের সুপারিশে আমল দেয়নি। রাজনৈতিক উদ্দেশে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এই বিল পাস করাতে অতিরিক্ত তাড়াহুড়ো করছে বলেও অভিযোগ কংগ্রেসের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

'কালা কানুন' এর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক

Waqf Bill-এর বিরুদ্ধে আদালতে যাবে Muslim Personal Law Board

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলকে ঠেকাতে মরিয়া All India Muslim Personal Law Board। বুধবার ল বোর্ড জানিয়েছে তারা ওয়াকফ (সংশোধন) বিলকে আদালতে চ্যালেঞ্জ করবে এবং ‘কালা আইন’ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আলোচনার জন্য বুধবার লোকসভায় পেশ করা হয় ওয়াকফ বিল। সারাদিন বিল নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলে। নিম্নকক্ষে পাস হলে বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।

বুধবার এনিয়ে সাংবাদিক বৈঠক করে All India Muslim Personal Law Board সদস্য মুহাম্মদ আদিব জানিয়েছেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি দখলের প্রচেষ্টা। তিনি বলেন, ‘তারা আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এই নাটক শুরু করেছে। এটা কি মেনে নেওয়া যেতে পারে? ভাববেন না যে আমরা হেরে গেছি ।’ যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) আলোচনার সময় বিলটির বিরোধিতা করা হয়েছিল বলে উল্লেখ করে আদিব বলেন, ‘এটা ধরে নেওয়া উচিত নয় যে আমরা যুদ্ধে হেরে গিয়েছি। আমরা সবেমাত্র শুরু করেছি। এটি দেশ বাঁচানোর লড়াই। কারণ প্রস্তাবিত আইনটি ভারতের কাঠামোকে বিপন্ন করছে । আমরা আদালতে যাব। এই বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’ তিনি সমস্ত বিবেকবান নাগরিককে এই বিলের বিরোধিতা করার আবেদন জানান। তিনি বলেন আইনিভাবে এবং জনসমক্ষে বিক্ষোভ দেখাতে হবে।

আরও পড়ুন: সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

All India Muslim Personal Law Board-এর সহ-সভাপতি মুহাম্মদ আলি মহসিন বলেন, ল’ বোর্ড এই বিল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে, কারণ এটি বৈষম্যমূলক, সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা এই লড়াই শুরু করেছি কারণ আমরা দেশকে রক্ষা করতে চাই। আমাদের লক্ষ্য এই কালা কানুন বন্ধ করা।”

All India Muslim Personal Law Board– এর সদস্যরা দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন এবং তাঁরা এই আন্দোলনকে কৃষক আন্দোলনের সঙ্গে তুলনা করেন। “আমরা দেশের সর্বত্র কর্মসূচি করবো, যেমন কৃষকরা করেছিল। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো এবং শান্তিপূর্ণ উপায়ে এই বিলের বিরোধিতা করবো,” মন্তব্য মহসিনের। তিনি বলেন, এই বিল সংবিধানের অনুচ্ছেদ ১৪, ২৫ এবং ২৬-এর মাধ্যমে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা, সমানাধিকার ও ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো লঙ্ঘন করছে।

আরও পড়ুন: Waqf Bill : ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলির আসল রূপ দেখার সময়

All India Muslim Personal Law Board -এর অভিযোগ, এই বিল ওয়াক্‌ফ বোর্ডকে দুর্বল করবে, কারণ এতে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও দাতব্য সম্পত্তি পরিচালনার অধিকার হ্রাস করবে। এছাড়া, সরকারি সংস্থাগুলোকে ওয়াক্‌ফ সম্পত্তি দখলের ক্ষমতা দেওয়া হয়েছে, যা এই সম্পত্তিগুলোর অস্তিত্বের জন্য হুমকি বলে বোর্ডের দাবি। বোর্ড বলেছে, জেপিসি -র রিপোর্ট এই উদ্বেগগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছে । বিলটির ত্রুটিগুলো যে জায়গায় ছিল, সেই জায়গাতেই আছে।

আরও পড়ুন: Waqf Bill-এর প্রতিক্রিয়া জানালেন মেহবুবা মুফতি

প্রেস বিবৃতিতে All India Muslim Personal Law Board সকল ধর্মনিরপেক্ষ ও অ-সাম্প্রদায়িক দল এবং “সচেতন” সাংসদদের এই বিভেদমূলক বিল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে, যাতে তারা সংবিধানের ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নীতিগুলো রক্ষা করেন। সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বোর্ড বলেছে, ওয়াকআউট না করে বিতর্কে অংশগ্রহণ করুন এবং ভোটের জন্য চাপ দিন যাতে এনডিএ-র শরিক দল এবং দ্বিধাগ্রস্ত সাংসদদেরও এই বিলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করা যায়। ল বোর্ড দেশবাসীকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে বলেছে।বলা হয়েছে যদি এই বিল পাস হয়, তাহলে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, এই বিলের বিরোধিতা করেছে। কংগ্রেসের অভিযোগ জেপিসি তাদের সুপারিশে আমল দেয়নি। রাজনৈতিক উদ্দেশে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এই বিল পাস করাতে অতিরিক্ত তাড়াহুড়ো করছে বলেও অভিযোগ কংগ্রেসের।