BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। ছাব্বিশের ভোটের আগে নবান্নে আইপ্যাক কর্তার সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভোটকুশলী সংস্থা আইপ্যাক -এর অন্যতম কর্ণধার প্রতীক জৈন দেখা করার পরে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, ভোট কৌশল ঠিক করতেই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ভোটকুশলী সংস্থা আই-প্যাকের যে সম্পর্ক মধুর ছিল না, তা জানা গিয়েছে স্বয়ং তাঁর মন্তব্য শুনেই। মমতা বলেছিলেন, ওরা (ভোটকুশলী সংস্থা) শুধু সার্ভে করতে পারে। সাজিয়ে দিতে পারে। আসল কাজটা আমাদের দলকেই করতে হয়। কিছুদিন আগে তৃণমূলের মদন মিত্রও অভিযোগ করেছিলেন তৃণমূলে টাকা দিয়ে জনপ্রতিনিধিদের টিকিট পাইয়ে দেওয়ার রেওয়াজ আইপ্যাকই শুরু করেছিল। এই আবহে মমতা-প্রতীক বৈঠক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

অনেকেই ভাবছেন, ভোটকুশলী সংস্থা আইপ্যাক -এর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতেই রাখতে চাইছেন মমতা । এই মুহূর্তে দলের সাংবিধানিক রদবদল নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। ছাব্বিশের নির্বাচনের আগে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ এখানে আড়াইশো আসনের টার্গেট একরকম বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই লক্ষ্যে বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আইপ্যাক সংস্থাকে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন, দলকে সাংগঠনিকভাবে আরও জোরালো করতে কোনও পদক্ষেপ নেওয়া হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রীই। এছাড়া মানুষের আরও কাছে পৌঁছতে দল কোথ পথে হাঁটবে, তার সবটাই ঠিক করবেন মমতা । তবে ছাব্বিশের ভোটের রণকৌশল ঠিক করতে ভোট কুশলী সংস্থা আই প্যাকেরই পরামর্শ নেওয়া হয়ে থাকে। বুধবারের বৈঠকেও তা নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder