২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেল্ফ ডিক্লারেশন ফর্ম ছাড়াই এবার ভারতে প্রবেশের সুযোগ, বিদেশ থেকে আগত বিমান যাত্রীদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনাকালে যাত্রীদের ভারতে প্রবেশের সময় বহু নিয়মের মধ্যে একটি ছিল স্ব-প্রত্যায়িত ফর্ম পূরণ করা। সেখানে আগে টিকার বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম জমা করতে হত। সেটিকে পরে এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হত। এবার থেকেই সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও ভারতে প্রবেশের সুযোগ পাবেন বিদেশ থেকে আগত যাত্রীরা। বর্তমানে করোনা পরিস্থিতি স্থিতিশীল। গত দু’বছর করোনা তার তাণ্ডব দেখালেও পরিস্থিতি স্বাভাবিক। ফলে আগে সাধারণ মানুষের সুস্থতার জন্য যে নিয়ম জারি করা হয়েছিল, সেই নিয়ম ধীরে ধীরে লাগু করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা সংক্রমণের হার দ্রুত কমতে থাকায় ভারতে আগত বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, এয়ার সুবিধা পোর্টালে এ বার থেকে সেল্ফ ডিক্লারেশন জমা দেওয়া বাধ্যতামূলক থাকছে না৷ বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে তা আগে বাধ্যতামূলক ছিল৷ তবে নির্দেশে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যদি কোনও কারণে বদলায় তা হলে এই নির্দেশও বদল করা হতে পারে৷ তবে মন্ত্রকের তরফে পরামর্শ আগত যাত্রীদের দুটো নেওয়া থাকলে ভালো। কারণ সরকার চায়, যারা বিদেশ থেকে আসছেন তারা যেন টিকার কোর্স পূর্ণ করেই আসেন।

উল্লেখ্য, আগে করোনার বাড়-বাড়ন্তের সময় বিমান যাত্রীদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক ছিল। এবার সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। তবে নিজের স্বাস্থ্যের কথা ভেবে যাত্রীদের মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেল্ফ ডিক্লারেশন ফর্ম ছাড়াই এবার ভারতে প্রবেশের সুযোগ, বিদেশ থেকে আগত বিমান যাত্রীদের

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনাকালে যাত্রীদের ভারতে প্রবেশের সময় বহু নিয়মের মধ্যে একটি ছিল স্ব-প্রত্যায়িত ফর্ম পূরণ করা। সেখানে আগে টিকার বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম জমা করতে হত। সেটিকে পরে এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হত। এবার থেকেই সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও ভারতে প্রবেশের সুযোগ পাবেন বিদেশ থেকে আগত যাত্রীরা। বর্তমানে করোনা পরিস্থিতি স্থিতিশীল। গত দু’বছর করোনা তার তাণ্ডব দেখালেও পরিস্থিতি স্বাভাবিক। ফলে আগে সাধারণ মানুষের সুস্থতার জন্য যে নিয়ম জারি করা হয়েছিল, সেই নিয়ম ধীরে ধীরে লাগু করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা সংক্রমণের হার দ্রুত কমতে থাকায় ভারতে আগত বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, এয়ার সুবিধা পোর্টালে এ বার থেকে সেল্ফ ডিক্লারেশন জমা দেওয়া বাধ্যতামূলক থাকছে না৷ বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে তা আগে বাধ্যতামূলক ছিল৷ তবে নির্দেশে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যদি কোনও কারণে বদলায় তা হলে এই নির্দেশও বদল করা হতে পারে৷ তবে মন্ত্রকের তরফে পরামর্শ আগত যাত্রীদের দুটো নেওয়া থাকলে ভালো। কারণ সরকার চায়, যারা বিদেশ থেকে আসছেন তারা যেন টিকার কোর্স পূর্ণ করেই আসেন।

উল্লেখ্য, আগে করোনার বাড়-বাড়ন্তের সময় বিমান যাত্রীদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক ছিল। এবার সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। তবে নিজের স্বাস্থ্যের কথা ভেবে যাত্রীদের মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।