BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট টানেল ধ্বস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত

বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে অপসারিত একেএম ফারহাদ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পুবের কলম প্রতিবেদক: একাধিক অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে অপসারণ করা হলো। আগেই ফারহাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। মঙ্গলবার জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে স্থায়ী সমিতি সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে সাতজনের মধ্যে উপস্থিত পাঁচ জন সদস্যই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ৫-০ ভোটেই ফারহাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।

দফতরের নির্দিষ্ট সময়ে না আসা, দফতরের প্রয়োজনীয় কাজ ঠিকমতো না করা সহ একাধিক অভিযোগ এনেছিলেন স্থায়ী সমিতির সদস্যরা। মূলত স্থায়ী সমিতির তিন জন সদস্য লিখিত অভিযোগ আনেন। অভিযোগগুলি বন ও ভূমি দফতর কেন্দ্রিক কাজের ভিত্তিতেই- এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।

তিনি আরো জানান, এদিনের সভায় সর্বসম্মতিতে তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্ট জুডিশিয়াল কমিশনারের কাছে পাঠানো হবে। রিম্যুভাল ডিক্লিয়ারের পর কীভাবে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ করা যায় সে ব্যাপারে স্থায়ী সমিতি আবার মিটিংয়ে বসবে।

Read more: মুসলিম পুরুষদের একাধিক বিয়ে রেজিস্ট্রিতে বাধা নেই: বম্বে হাইকোর্ট

বলা বাহুল্য একেএম ফারহাদ এর বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে এক মহিলার সঙ্গে অশালীন কথাবার্তা ও অশ্লীল ভিডিও প্রকাশ্যে এসেছিল। জনমহলে এই নিয়ে হইচই পড়ে যায় এবং তারই ভিত্তিতে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ স্থায়ী সমিতির কোনো সদস্য কেউই মুখ খুলতে চাননি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder