২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আল-কায়দার নয়া নেতা আল-আদেল  

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ মিশরের বিশেষ বাহিনীর প্রাক্তন কর্মকর্তা সাইফ আল-আদেল আল-কায়দার নয়া প্রধান হয়েছেন। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রসংঘ এক প্রতিবেদনে এই দাবি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াও এই খবর নিশ্চিত করেছে।  আল-কায়দার প্রয়াত নেতা আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলই সংগঠনের দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছিল। গত বছর আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকার এক বিমান হামলায় নিহত হন আয়মান আল- জাওয়াহিরি। তবে মিশরের প্রাক্তন সামরিক কর্মকর্তা সাইফ আল-আদেল যে সংগঠনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আল-কায়দার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে আল -কায়দার এই শীর্ষ নেতার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করে আমেরিকা। গত জানুয়ারিতে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন জাওয়াহিরির উত্তরসূরি কে হবেন সে  বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে রাষ্ট্রসংঘের একটি মূল্যায়ণ  প্রতিবেদনে বলা হয়েছে অনেক সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত যে, সাইফ আল-আদেল ইতিমধ্যেই সংগঠনের প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের মতে, সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে মিশরীয় বংশোদ্ভূত ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলের অভিযান ও যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-কায়দার নয়া নেতা আল-আদেল  

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মিশরের বিশেষ বাহিনীর প্রাক্তন কর্মকর্তা সাইফ আল-আদেল আল-কায়দার নয়া প্রধান হয়েছেন। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রসংঘ এক প্রতিবেদনে এই দাবি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াও এই খবর নিশ্চিত করেছে।  আল-কায়দার প্রয়াত নেতা আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলই সংগঠনের দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছিল। গত বছর আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকার এক বিমান হামলায় নিহত হন আয়মান আল- জাওয়াহিরি। তবে মিশরের প্রাক্তন সামরিক কর্মকর্তা সাইফ আল-আদেল যে সংগঠনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আল-কায়দার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে আল -কায়দার এই শীর্ষ নেতার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করে আমেরিকা। গত জানুয়ারিতে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন জাওয়াহিরির উত্তরসূরি কে হবেন সে  বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে রাষ্ট্রসংঘের একটি মূল্যায়ণ  প্রতিবেদনে বলা হয়েছে অনেক সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত যে, সাইফ আল-আদেল ইতিমধ্যেই সংগঠনের প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের মতে, সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে মিশরীয় বংশোদ্ভূত ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলের অভিযান ও যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।