কায়রো, ২৪ ফেব্রুয়ারি: নিউমোনিয়ায় আক্রান্ত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের oুত আরোগ্য কামনা করেছেন সুন্নি ইসলামি শিক্ষার সর্বোচ্চ কেন্দ্র আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব। বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগায় গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।
তার আরোগ্য কামনা করে রবিবার আহমেদ আল-তায়েব এক বিবৃতিতে বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমার প্রিয় ভাই পোপ ফ্রান্সিসকে দ্রুত আরোগ্য দান করেন। তার সুস্থতা ও মঙ্গল করুন যাতে তিনি মানবতার সেবায় তার যাত্রা অব্যাহত রাখতে পারেন।’
২০১৬ সালে আল-আজহারের ইমামের ভ্যাটিকান সফরের পর থেকে তায়েব ও পোপ ফ্রান্সিসের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে। যুদ্ধের অবসান এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের যৌথ আহ্বান তখন থেকেই অব্যাহত রয়েছে।