২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাজাখস্তানে সোনা জিতলেন আলফিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 5

 

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।

Alfia won gold in Kazakhstan

কাজাখস্তানে সোনা জিতলেন আলফিয়া

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।

 

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাজাখস্তানে সোনা জিতলেন আলফিয়া

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।

Alfia won gold in Kazakhstan

কাজাখস্তানে সোনা জিতলেন আলফিয়া

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।

 

পুবের কলম প্রতিবেদক: কাজাখস্তানের রাজধানী শহর নুর সুলতানে এলরোডা কাপে নজির গড়লেন নাগপুরের আলফিয়া পাঠান। ১৯ বছরের এই ভারতীয় তরুণী ৫-০ ফলে কাজাখস্থানের কুনগেইবায়েবা লজ্জতকে হারিয়ে এলোরডা কাপে সোনা জিতে নিলেন। ফাইনালে প্রথম থেকেই চূড়ান্ত  ছন্দে  ছিলেন আলফিয়া। উল্লেখ্য ২০২১ সালে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আলফিয়া। সার্বিয়ায় নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগিকে হারিয়ে। আর এবার ফের একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হল তাঁর সাফল্যের পালকে। নাগপুরের পুলিশ কনস্টেবল আক্রম খানের মেয়ে আলফিয়া মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রথম পদক জেতেন। তখন থেকেই নজরে আসেন আলফিয়া। ভারতীয় বক্সিং ফেডারেশন এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে দুটি বক্সিং দল পাঠিয়েছিল। সেই দুই বক্সিং দলের মধ্যে একটি দলের হয়ে সোনা জিতলেন আলফিয়া।

উল্লেখ্য কাজাখস্তানের কুনগেইবায়েবা ২০১৬ সালের বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। শুধু তাই নয়, কাজাখস্তানের এই প্রতিযোগি এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু অভিজ্ঞ কুনগেইবায়েবা আলফিয়ার কাছে দাঁড়াতেই পারেননি। আলফিয়ার কোনও পাঞ্চই বুঝতে পারেননি কাজাখস্তানের প্রতিযোগি। আলফিয়া ছাড়াও অন্য একটি বিভাগে সোনা জিতেছেন গীতিকা। ব্রোঞ্জ জিতেছেন অসমের যমুনা বোরো।